স্টাফ রির্পোটার: চুয়াডাঙ্গার ঐতিহ্যবাহী প্রদীপণ বিদ্যাপীঠের ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। গতকাল রোববার সকাল ১০টায় বিদ্যালয়ের কেজি ওয়ানের শিক্ষার্থী সাদাত শাহারিয়ার অর্পণকে মিষ্টি মুখ করিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর উদ্বোধন করেন জেলা প্রশাসক সায়মা ইউনুস। ১৯৮৪ সালে প্রদীপন বিদ্যাপীঠটি প্রতিষ্ঠালাভ করে। শুরুতে ভি.জে সরকারি উচ্চ বিদ্যালয়ের কয়েকটি রুমে শিক্ষা কার্যক্রম শুরু হয়। বর্তমানে প্রতিষ্ঠানটি চাঁদমারী মাঠ সংলগ্ন নিজস্ব ভবনে পাঠদান চলছে। কেজি ওয়ান থেকে ক্লাস ফাইভ পর্যন্ত পাঠদান করানো হয়। সব মিলিয়ে বিদ্যালয়ে শিক্ষার্থীর সংখ্যা প্রায় ৭শ। ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিদ্যালয়ের ছোট ছেলেমেয়েদের একটি করে লাড্ডু খেতে দেয়া হয়। এ উপলক্ষে সংক্ষিপ্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ বিলকিস বানু। প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক সায়মা ইউনুস, অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি আব্দুর রাজ্জাক, ম্যানেজিং কমিটির সদস্য সাংবাদিক বিপুল আশরাফ, সোহেল আকরাম, হাফিজুর রহমান হাপু, শিক্ষক সরোয়ার হোসেন প্রমুখ।