কোহলির প্রথম শতকেও বেঙ্গালুরুর হার

মাথাভাঙ্গা মনিটর: বিরাট কোহলির শতকের পরও জিততে পারেনি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। আইপিএলের ম্যাচে বড় লক্ষ্য তাড়া করে তাদের ৬ উইকেটে হারিয়েছে সুরেশ রায়নার গুজরাট লায়ন্স। গতকাল রোববার রাজকোটের সৌরাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে ২ উইকেটে ১৮০ রান করে বেঙ্গালুরু।

১০০ রানে অপরাজিত থাকেন কোহলি। তার ৬৩ বলের অধিনায়কোচিত ইনিংসটি ১১টি চার ও একটি ছক্কায় সাজানো। এই ইনিংস খেলার পথে এবি ডি ভিলিয়ার্সের সাথে ৫১ এবং অবিচ্ছিন্ন তৃতীয় উইকেটে লুকেশ রাহুলের সঙ্গে ১২১ রানের দুটি ভালো জুটি গড়েন বেঙ্গালুরু অধিনায়ক। ৫১ রানে অপরাজিত থাকেন রাহুল।

১৮১তম ইনিংস খেলে টি-টোয়েন্টিতে প্রথম শতক পেলেন কোহলি। এই সংস্করণে তার ৪২টি অর্ধশতক রয়েছে। জবাবে তিন বল বাকি থাকতে চার উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় গুজরাট। ২৪ বলে ৪২ রানের ঝড়ো ইনিংসে দলকে উড়ন্ত সূচনা এনে দেন ব্রেন্ডন ম্যাককালাম। ৩২ রানের ভালো একটি ইনিংস খেলেন অন্য উদ্বোধনী ব্যাটসম্যান ডোয়াইন স্মিথ। ভালো সূচনা কাজে লাগাতে ভুল করেননি উইকেটরক্ষক-ব্যাটসম্যান দিনেশ কার্তিক। ৩৯ বলে অপরাজিত ৫০ রানের কার্যকর ইনিংস খেলে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন তিনি।