স্টাফ রিপোর্টার: এবার এমপিওভুক্তির দাবিতে একাট্টা হয়েছেন শিক্ষকরা। তারা এমপিও-নন-এমপিও ভেদাভেদ ভুলে এক কাতারে শামিল হয়েছেন। দাবি একটাই স্বীকৃতিপ্রাপ্ত সকল শিক্ষাপ্রতিষ্ঠান শিগগিরই এমপিওভুক্তির ঘোষণা দিতে হবে। গতকাল শক্রবার সকাল ১০টায় নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী ফেডারেশন চুয়াডাঙ্গা জেলা শাখা আয়োজিত মানববন্ধনের প্রস্তুতিমূলক সভায় বাংলাদেশ শিক্ষক সমিতি চুয়াডাঙ্গা জেলা শাখার নেতৃবৃন্দ উপস্থিত হয়ে দাবির প্রতি একাত্মতা ঘোষণা করেন। নেতৃবৃন্দ বলেন এ দাবি যৌক্তক। তাই আমরা নীতিগতভাবে এমপিওভুক্তির দাবিতে সমর্থন জানিয়ে আপনাদের সাথে আন্দোলনের মাঠে থাকব।
নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী ফেডারেশন চুয়াডাঙ্গা জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি মো. নুরুজ্জামানের সভাপতিত্বে প্রস্তুতিমূলক সভা জেলা শিল্পকলা একাডেমি চত্বরে অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আগামী ২৫ এপ্রিল জেলায় জেলায় মানববন্ধন ও স্মারকলিপি পেশ অনুষ্ঠিত হবে। এর প্রস্তুতিমূলক সভায় গতকাল অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি জেলা শাখার সভাপতি চুয়াডাঙ্গা পৌর কলেজের সহকারী অধ্যাপক শেখ সেলিম, বাংলাদেশ শিক্ষক সমিতি চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি তিতুদহ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফজলুর রহমান, সাধারণ সম্পাদক এমএ বারী মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক রাশেদুল ইসলাম, সদর উপজেলা সভাপতি গিরীশনগর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূর মোহাম্মদ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নীলমণিগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ইমাম হাসান, সাংগঠনিক সম্পাদক সীমান্ত মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক খাইরুল ইসলাম, যুগ্ম সম্পাদক দিলিপ কুমার প্রমুখ। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন শিক্ষক নেতা আহাদ আলী মোল্লা, আবু সালেহ, ওসমান গনি, বখতিয়ার উদ্দিন প্রমুখ।
শিক্ষক নেতা শেখ সেলিম বলেন, আগামী ২৫ এপ্রিল মানববন্ধন ও স্মারকলিপি পেশ কর্মসূচি শুধু নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীই পালন করবেন না। এর সাথে জেলার সব এমপিওভুক্ত স্কুল, কলেজ, মাদরাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরাও থাকবেন। তিনি বলেন এ দাবি একটি মানবিক দাবি, এ দাবি মৌলিক অধিকারের দাবি। নতুন শিক্ষাপ্রতিষ্ঠানের অনুমোদন, স্বীকৃতি যখন দেয়া হয়েছে, তখন এমপিওভুক্তও করতে হবে। এটা শিক্ষকদের অধিকার। এমপিওভুক্ত শিক্ষকরাও যে দায়িত্ব পালন করেন, সেই কাজটি করেন নন-এমপিওরাও। তাহলে কেন এই বৈষম্য? আন্দোলনের মাধ্যমেই আমাদের দাবি আমরা পূরণ করেই ছাড়ব। ২৫ এপ্রিল এমপিও-ননএমপিও সব শিক্ষাপ্রতিষ্ঠানের সকল শিক্ষক-কর্মচারীকে সকাল ৯টার মধ্যে চুয়াডাঙ্গা শহীদ হাসান চত্বরে উপস্থিত হয়ে এমপিওভুক্তির দাবিতে অনুষ্ঠেয় মানববন্ধন কর্মসূচিতে অংশ নেয়ার জন্য নেতৃবৃন্দ আহ্বান জানান।
এদিকে গতকালের প্রস্তুতিমূলক অনুষ্ঠানের শেষদিকে আকস্মিক অসুস্থ হয়ে পড়েন চুয়াডাঙ্গার সরোজগঞ্জস্থ আবুল হোসেন দাখিল মাদরাসার সুপার আব্দুর রহমান। দ্রুত তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করেন শিক্ষক নেতৃবৃন্দ।