স্বীকৃতিপ্রাপ্ত সব শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির দাবিতে আবার আন্দোলনে শিক্ষক-কর্মচারীরা

 

স্টাফ রিপোর্টার: শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির কোনো উদ্যোগ আপাতত লক্ষ্য করছে না বেসরকারি প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা। তাছাড়া শিক্ষা মন্ত্রণালয় সম্পকির্ত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য এমপি আবুল কালাম আজাদ প্রধানমন্ত্রীর উদ্ধৃতির মাধ্যমে যে প্রতিশ্রুতি দিয়েছিলেন তারও কোনো কূল কিনারা না হওয়ায় আবারও আন্দোলনমুখী হয়ে উঠেছে নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী ফেডারেশন। সেই মোতাবেক আগামী ২৫ এপ্রিল জেলায় জেলায় মানববন্ধন ও স্মারকলিপি পেশের সিদ্ধান্ত নিয়েছেন শিক্ষক-কর্মচারীরা।

জানা গেছে, সারাদেশে বেশ কয়েক হাজার শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির অপেক্ষায় রয়েছে। অনুমোদন ও স্বীকৃতিপ্রাপ্ত এসব শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা ১৫ থেকে ২০ বছর যাপত বিনা বেতনে চাকরি করছেন। তারা পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবন যাপন করছেন। এ পরিস্থিতিতে ২০১০ সালে সরকার এক হাজার ৬শ ২২টি শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্ত করে। সরকারের পক্ষ থেকে তখন বলা হয়েছিলো এটি চলমান প্রক্রিয়া। প্রতি বছরই এমপিওভুক্ত করা হবে শিক্ষাপ্রতিষ্ঠান। কিন্তু না, তারপর আর একটিও প্রতিষ্ঠানও এমপিওভুক্ত না হওয়ায় আন্দোলনে নামেন শিক্ষক-কর্মচারীরা। কয়েক বছর ধরে আন্দোলনের এক পর্যায়ে গত বছরের অক্টোবর-নভেম্বরে টানা ২৮ দিন অবস্থান ধর্মঘট ও অনশন কর্মসূচি পালন করেন তারা। এরপর ২২ নভেম্বর জাতীয় প্রেসক্লাবের সামনে আন্দোলনরত শিক্ষকদের সমাবেশে প্রধান অতিথি হিসেবে আসেন শিক্ষা মন্ত্রণালয় সম্পকির্ত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য আবুল কালাম আজাদ এমপি। সেখানে তিনি প্রধানমন্ত্রীর দূত হিসেবে উপস্থিত হয়ে আশ্বাস দেন এমপিওভুক্তির। তার কথা মতো মার্চের মধ্যেই একটি ঘোষণার প্রতীক্ষায় ছিলেন শিক্ষক-কর্মচারীরা। কিন্তু এখন পর্যন্ত কোনো আশার আলো না দেখতে পাওয়ায় গত ১৬ এপ্রিল নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী ফেডারেশনের কেন্দ্রীয় কমিটি সভা আহ্বান করে। সভার সিদ্ধান্ত অনুযায়ী ২৫ এপ্রিল সকাল ১০টায় জেলায় জেলায় মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচির ডাক দেয়া হয়েছে। জেলার সকল নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রেখে কর্মসূচি বাস্তবায়নের জন্য বলা হয়েছে। এছাড়া এমপিওভুক্তির দাবি নিয়ে আগামী ৫ মে শিক্ষাবিদ ও বিশিষ্ট জনদের সাথে মতবিনিময় করবেন কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ। ১১ মে ঢাকায় অনুষ্ঠিত হবে মহাসমাবেশ। আবুল কালাম আজাদ এমপির মাধ্যমে পাওয়া প্রধানমন্ত্রীর আশ্বাস বাস্তবায়নের দাবিতে ওই সমাবেশ অনুষ্ঠিত হবে বলে কেন্দ্রীয় কমিটিসূত্রে জানা গেছে। এ ব্যাপারে বিস্তারিত আলোচনা ও কর্মসূচিগুলো যথাযথভাবে পালনের উদ্দেশে চুয়াডাঙ্গা জেলা কমিটি বৈঠক আহ্বান করেছে। আগামীকাল শুক্রবার সকাল সাড়ে ৮টায় চুয়াডাঙ্গা জেলার সকল নন-এমপিও স্কুল, কলেজ, মাদরাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানগণ বা তার মনোনীত একজন প্রতিনিধিকে বৈঠকে উপস্থিত হওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে। স্থান চুয়াডাঙ্গা শিল্পকলা একাডেমি চত্বর। প্রয়োজনে ০১৭১২২৩০৮৪৩, ০১৯৫১২৮১৭১১, ০১৭১৪৫৫৭২৮৬ ও ০১৭১২০৬০১৪০ নম্বরে ফোন করে বিস্তারিত জানা যাবে বলে শিক্ষক নেতৃবৃন্দ জানান।