আইপিএলে ৮ বাজিকর গ্রেফতার

মাথাভাঙ্গা মনিটর: ক্রিকেটে বাজিকরদের প্রভাব নতুন কিছু নয়। আর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ তো (আইপিএল) বাজিকরদের অভয়ারণ্য। আইপিএলের প্রায় প্রতি মরসুমেই কোনো কোনো ভেন্যু থেকে বাজিকরদের গ্রেফতার করা হয়েই থাকে। এবারো আইপিএল নিয়ে বাজি ধরার অপরাধে ভারতের হায়দরাবাদে ৮জন বাজিকরকে গ্রেফতার করেছে পুলিশের স্পেশাল অপারেশন্স টিম।

ভারতীয় সংবাদ মাধ্যম সূত্রে জানা যায়, গ্রেফতারের পর বাজিকরদের বিভিন্ন বিষয়ে খোঁজখবর নেয়া হচ্ছে। তবে তাদের সম্পর্কে এখনো বিস্তারিত কিছু জানা যায়নি। মূলত একটি জুয়ার আড্ডা থেকে এই বাজিকরদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ৮ বাজিকরের কাছ থেকে বিপুল অর্থকড়ি পাওয়া গেছে। তাদের কাছ থেকে নগদ প্রায় দেড় কোটি রুপি, একটি গাড়ি, বেশ কয়েকটি মোবাইল ফোনসেট ও একটি টেলিভিশন সেট পাওয়া গেছে।