চুয়াডাঙ্গা ক্রীড়াঙ্গনের উন্নয়ন নিয়ে কাজ করে চলার দৃঢ় প্রত্যয়

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা শেখ রাসেল ক্রীড়াচক্রের সভাপতি তরুণ ক্রীড়া সংগঠক নঈম হাসান জোয়ার্দ্দার। তার মেজ চাচা বর্তমান সংসদ সদস্য জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন দীর্ঘ ৩ যুগের বেশি সময় ধরে চুয়াডাঙ্গা জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক হিসেবে যোগ্যতার সাথে দায়িক্ত পালন করেছেন। তার সময়ে চুয়াডাঙ্গা ফুটবলের যে হাই টাইম পারফমমেন্স শুধু বাংলাদেশের মাটিতে সীমাবদ্ধ থাকেনি। ছড়িয়ে পড়েছিলো দেশের বাইরেও। মেজ ভাইয়ের উত্তরসুরী হিসেবে ছোট ভাই রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার চুয়াডাঙ্গা জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করা শুরু করেন। এ দায়িক্ত পালনকালে চুয়াডাঙ্গা ক্রীড়াঙ্গনকে আরেক উচ্চতায় তুলে ধরেন রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন। তার সময়ে ফুটবলের পাশা-পাশি খোঁ খোঁ ও বাংলাদেশ হকিতে নতুন মাত্রা যোগ হয়। নির্মাণ স্কুল হকিতে চুয়াডাঙ্গা বাংলাদেশ চ্যাম্পিয়ণ হওয়ার পাশা-পাশি চুয়াডাঙ্গা জেলা ক্রীড়া সংস্থার তৎকালীন সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার বাংলাদেশ হকি দলের ম্যানেজার হিসেবে সিঙ্গাপুর ও মালায়েশিয়াসহ বিভিন্ন দেশ সফর করেছেন। এর পর বেশ ক’জন সাধারণ সম্পাদক চুয়াডাঙ্গা জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক হিসেবে দায়িক্ত পালন করেছেন তবে ক্রীড়াঙ্গনের গতানুগতিক ধারা ছাড়া তেমন চোখে পড়ার মতো কোনো উন্নয়ন লক্ষ্য করা যায়নি। সে অ-তৃপ্ততা থেকে চুয়াডাঙ্গা ক্রীড়ানের উন্নয়নের জন্য কাজ করতে দুঢ় আশা ব্যক্ত করেন সাবেক দু-সফল সাধারণ সম্পাদক ছেলুন ও টোটনের ভাতিজা তরুণ ক্রীড়া সংগঠক নঈম হাসান জোয়ার্দ্দার। আগামী ২৯ এপ্রিল চুয়াডাঙ্গা জেলা ক্রীড়া সংস্থার ৪ বছর মেয়াদী কার্যকরী পরিষদের নির্বাচন। এ নির্বাচনে নঈম হাসান জোয়ার্দ্দার সাধারণ সম্পাদক হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন। তিনি চুয়াডাঙ্গার ক্রীড়ামোদী ক্লাব কর্মকর্তাসহ চুয়াডাঙ্গা বাসীর নিকট দোয়া কামনা করেছেন। সেই সাথে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হলে তিনি যে যে খেলায় পারদর্শী ও অভিজ্ঞ দলমত নির্বিশেষে তাদেরকে নিয়ে কাজ করে চুয়াডাঙ্গার ক্রীড়াঙ্গনকে চাঙ্গা করতে চান। এ অঙ্গনকে  ঢেলে সাজিয়ে চুয়াডাঙ্গার খেলা-ধূলার মান আরও বেগবান করতে চান।

এদিকে খেলা-ধূলা নিয়ে কাজ করে নঈম হাসান জোয়ার্দ্দার চুয়াডাঙ্গা শেখ রাসেল ক্রীড়াচক্রের সভাপতি হিসেবে অনেক লিগ ও টূর্ণামেন্টের শিরোপা জয় লাভ করিয়ে জেলার সুনাম অর্জন করিয়েছেন। যা চুয়াডাঙ্গা ক্রীড়াঙ্গনে দু-চাচার পরে তার সাফল্য চোখে পড়ার মতো। যে সকল লিগে ও টূর্ণামেন্টে শিরোপা অর্জন করেছে সেখ রাসেল ক্রীড়াচক্র সে গুলো হলো- ক্রিকেটে  ২০১১ সালে প্রথম এম পি ছেলুন ক্রিকেট টূর্ণামেন্টে রানার আপ, ২০১২ সালে দ্বিতীয় এমপি ছেলুন ক্রিকেট টূর্ণামেন্টে চ্যাম্পিয়ণ, ২০১২ সালে এমপি-১ মাইওয়ান ক্রিকেট টূর্ণামেন্টে চ্যাম্পিয়ণ, ২০১৪ সালে দ্বিতীয় বিভাগ ক্রিকেট লেগ রানার আপ, ২০১১ সালে দ্বিতীয় বিভাগ ফুটবল লিগ চ্যাম্পিয়ন, ২০১২-১৩ সালে প্রথম বিভাগ ফুটবল লিগে রানার আপা, ২০১৪ সালে শেখ কামাল নিটল-টাটা ফুটবল লিগে চ্যাম্পিয়ণ, ২০১৪ সালে ঝিনাইদহ কালিগঞ্জের বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টূর্ণামেন্টে চ্যাম্পিয়ণ, ২০১৫ সালে নাটোরের চলন বিল ফুটবল টূর্ণামেন্টে চ্যাম্পিয়ণ ও ২০১৬ সালে প্রথম বিভাগ ক্রিকেট লিগে অপরাজিত চ্যাম্পিয়নসহ স্থানীয় বিভিন্ন ক্রিকেট-ফুটবল লীগে একাধিক শিরোপা অর্জন।