স্লাব ভেঙে ড্রেনে পড়া গরু উদ্ধারে সিভিল ডিফেন্স

স্টাফ রিপোর্টার: ভাগ্যিস মানুষ পড়েনি, পড়েছে গরু। যে ড্রেনের ওপর স্লাব দিয়ে ফুটপাথ হিসেবে ব্যবহার করার কথা, তাতে গরু হাঁটতে গিয়েই ভেঙে পড়ছে ড্রেনে, মানুষ হাঁটতে গিয়ে কী যে হবে? কে জানে!

গতকাল শনিবার বিকেলে চুয়াডাঙ্গা পুলিশ সুপারের কার্যালয় সড়কের ধারে ড্রেনের ওপর নির্মাণ করা স্লাব ভেঙে একটি গরু পড়ে যায়। গরু উদ্ধারে খবর দেয়া হয় ফায়ার স্টেশন ও সিভিল ডিফেন্সে। দমকলের সদস্যরা লাল গাড়ি হাকিয়ে হাজির হন ঘটনাস্থলে। ততোক্ষণে সেখানে জমে যায় উৎসুক জনতা। প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে গরুটি উদ্ধার করা হয়। সুহালে গরু পেয়ে গরুর মালিক মালোপাড়ার এক ব্যক্তি ছাড়েন শ্বাস। যদিও গরু মালিককে দুষতে ছাড়েননি অনেকে। কারণ শহরে ছেড়ে দেয়া গরুগুলো বেওয়ারিশের মতোই ঘোরে। বড় হয়। দুধ বাছুরটার মালিক কমলাকান্তের মতোই সেজে বসেন।