বিদেশি টুকরো খবর

 

সৌদি আরবের ধর্মীয় পুলিশকে ভদ্র হওয়ার নির্দেশ

মাথাভাঙ্গা মনিটর: সৌদি আরব কর্তৃপক্ষ দেশটির বিতর্কিত ধর্মীয় পুলিশের ক্ষমতা ছেটে দিয়েছে। দেশটিতে মুতাওয়া নামে পরিচিত ধর্মীয় পুলিশ এখন থেকে আর কাউকে ধাওয়া বা আটক করতে পারবে না। সৌদি আরবে নৈতিকতার উন্নয়ন ও অধার্মিকতা প্রতিহত করার দায়িত্বপ্রাপ্ত কমিটি মুতাওয়া নামে পরিচিত। এখন থেকে ধর্মীয় পুলিশকে তাদের পর্যবেক্ষণ নিরাপত্তা বাহিনীকে জানিয়ে কাজ করতে হবে। মানুষের সামাজিক আচার আচরণ পর্যবেক্ষণ ও নিয়ন্ত্রণ করার জন্য দেশটির রাস্তায় টহল দেয় এই পুলিশ বাহিনী। প্রায়ই তাদের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারে অভিযোগ ওঠে। গত ফেব্রুয়ারিতে রিয়াদে একটি শপিংমলের বাইরে এক নারীকে হয়রানি করার অভিযোগে এই বিতর্কিত এই বাহিনীর বেশ কয়েকজন সদস্যকে গ্রেফতার করা হয়েছিলো। ২০১৩ সালে দুই ভাই তাদের গাড়ির রেডিও বন্ধ করতে অস্বীকৃতি জানালে তাদের ধাওয়া করে মারাত্মক দুর্ঘটনা ঘটিয়েছিলো ধর্মীয় পুলিশ বাহিনীর চার সদস্য। পরে অবশ্য তাদেরকে অভিযোগ থেকে খালাস করে দেন দেশটির আদালত।

 

সড়ক দুর্ঘটনায় নিভে গেলো বাইকার ভিনুর প্রাণ

মাথাভাঙ্গা মনিটর: ভারতের শীর্ষ নারী মোটরবাইক চালক ভিনু পালিওয়াল সড়ক দুর্ঘটনায় মারা গেছেন। ৪৪ বছর বয়সী এই বাইকার মধ্য প্রদেশের বিদিশা জেলায় দুর্ঘটনার শিকার হন। ভিনু আরেকজন বাইকারের সথে হার্লি ডেভিডসন নিয়ে দেশভ্রমণে বের হয়েছিলেন। ভুপাল থেকে প্রায় ১০০ কিলোমিটার দূরে একটি বাঁক ঘোরার সময় রাস্তা থেকে ছিটকে পড়েন তিনি। দুর্ঘটনাস্থল থেকে বিদিশার একটি হাসপাতালে নেয়া হলেও তার আগেই মারা যান তিনি। ভিনু ও তার সহবাইক চালক তানওয়ার সাগর থেকে ভূপাল যাওয়ার পথে এই দুর্ঘটনায় পড়েন। জয়পুরের বাসিন্দা ভিনু বাইক চালানোর দক্ষতা ও ১৮০ কিলোমিটার গতিতে হার্লি ডেভিডসন চালানোর জন্য ভারতে সুপরিচিত ছিলেন। তিনি দেশব্যাপী তার বাইক সফর নিয়ে একটি ডকুমেন্টারি বানানোর পরিকল্পনা করছিলেন। পুলিশ জানিয়েছে শিগগিরই ভিনুর লাশ জয়পুরে নিয়ে যাওয়া হবে। সকালে মৃতদেহের ময়নাতদন্ত করা হয়েছে। সম্প্রতি লেডি অব দ্য হার্লি ২০১৬ খেতাব পেয়েছিলেন ভিনু।

 

যৌনকর্মীর সাথে সম্পর্কের কথা স্বীকার করলেন ব্রিটিশ মন্ত্রী

মাথাভাঙ্গা মনিটর: একজন যৌনকর্মীর সাথে সম্পর্ক ছিলো বলে স্বীকার করেছেন যুক্তরাজ্যের সংস্কৃতি মন্ত্রী জন হুইটিংডেল। বুধবার এক প্রতিবেদনে বলা হয়, নিঃসঙ্গ জীবনযাপন করা হুইটিংডেল এক বিবৃতিতে দাবি করেছেন, সম্পর্ক থাকার সময় ওই নারীর পেশা সম্পর্কে তিনি জানতেন না। ওই নারী তার সাথে সম্পর্ক থাকার গল্প সংবাদপত্রের কাছে বিক্রি করার চেষ্টা করছেন জানার পর ওই নারীর সাথে সম্পর্কচ্ছেদ করেন বলেও হুইটিংডেলের দাবি। তিনি বলছেন, ব্রিটিশ মন্ত্রিসভার সদস্য হওয়ার আগে তার সাথে ওই নারীর সম্পর্ক ছিলো। ব্যক্তিগত সেই সম্পর্কের কারণে মন্ত্রী হিসেবে তার কোনো সিদ্ধান্ত প্রভাবিত হয়নি।

 

চীনে সমকামী যুগলের বিয়ের আবেদন প্রত্যাখ্যান

মাথাভাঙ্গা মনিটর: সমকামী এক যুগলকে বিয়ের আবেদন বাতিল করে দিয়েছেন চীনের আদালত। দেশটিতে প্রথমবারের মতো সমকামীদের বিয়ের আইনগত স্বীকৃতির চেয়ে আবেদনটি করা হয়েছিলো। বুধবার বিচারক তারা রায়ে বলেন, এ ধরনের কোনো বিয়ে আদালতে রেজিস্ট্রি হতে পারে না। সুন ওয়েলিন এবং হু মিংলিয়াং নামে দুই পুরুষ যুগলের গত জুনে বিয়ের আবেদন প্রত্যাখ্যাত হলে এ নিয়ে তারা ডিসেম্বরে চ্যাংশা নগর কর্তৃপক্ষের বিরুদ্ধে মামলা দায়ের করেন। জেলা আদালত মামলাটি আমলে নিয়ে তা শুনানিতে রাজি হন। ওইদিন তারা আদালতে গেলে তাদের সমর্থনে বহু লোক আদালতের বাইরে ভিড় করে। কিন্তু আদালত শুনানি শুরুর কয়েক ঘণ্টার মধ্যেই তা বাতিল করে দেন।