ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহ সদর উপজেলার ৩ নং সাগান্না ইউনিয়ন আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বিকেলে উত্তর নারায়ণপুর মাধ্যামিক বিদ্যালয় মাঠে ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি গাজিয়ার রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জেএম রশীদুল আলম রশিদ। বিশেষ অতিথি ছিলেন, সাংগঠনিক সম্পাদক আসলাম হোসেন, সদর উপজেলা যুবলীগের আহ্বায়ক নূর-এ আলম বিপ্লব, সদর উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক এনামুল হক এনাম, সদর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোজাম্মেল হক প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন সাধুহাটী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রেজাউল মণ্ডল, সাধারণ সম্পাদক খলিলুর রহমান ও ইউনুস আলী ইনু। সাগান্না ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সদর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোজাম্মেল শেখকে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রার্থী হিসেবে প্রথমিকভাবে মনোনীত করা হয়। সভাটি পরিচালনা করেন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুন্সী শাহীন রেজা সাঈদ।