স্টাফ রিপোর্টার: বেগমপুর ইউনিয়নের বোয়ালমারী গ্রামে পুকুরে গোসল করার অপরাধে মা ও নাবালক ছেলে পিটিয়ে রক্তাক্ত জখম করেছে স্বপন নামের এক যুবক। আহত মা ও ছেলেকে উদ্ধার করে চিকিৎসার জন্য নেয়া হয়েছে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে।
গতকাল সোমবার দুপুর ১টার দিকে চুয়াডাঙ্গা সদর উপজেলার বেগমপুর ইউনিয়নের কৃষ্ণপুর বোয়ালমারী গ্রামের মাইনদ্দীনের নাবালক ছেলে জাহিদুল ইসলাম (১১) গোসল করতে যায় বাড়ির নিকটবর্তী হালিমের পুকুরে। জাহিদুল গোসল করার অজুহাতে মাছ ধরছে এমন অভিযোগ তুলে হালিমের ছেলে স্বপন (২৫) তার কান মুখে থাপ্পড় মারে। এতে জাহিদুলের কান দিয়ে রক্ত পড়তে থাকে। এ সময় তারা মা জান্নাতুল ছেলেকে মারার কারণ জিজ্ঞাসা করলে স্বপন ক্ষিপ্ত হয়ে তাকেও বাঁশের কাবারি দিয়ে পিটিয়ে রক্তাক্ত জখম করে। আহত জান্নাতুল ও তার ছেলে জাহিদুলকে উদ্ধার করে চিকিৎসার জন্য নেয়া হয়েছে চুয়াডাঙ্গা সদর হাসপাতাল। কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন, জান্নাতুলের আঘাত গুরুতর হওয়ায় এখন পর্যন্ত জ্ঞান ফেরেনি। এ বিষয়ে হিজলগাড়ি ক্যাম্প পুলিশের ইনচার্জ এএসআই শফিকুর রহমান জানান, আহতদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চিকিৎসা শেষে আইনি সহায়তা নেয়ার পরামর্শ দিয়েছি।