হরিণাকুণ্ডুর ৭ ইউপি নির্বাচনে চেয়ারম্যান ৩৮ সাধারণ সদস্য ২৫৪ ও সংরক্ষিত মহিলা সদস্য পদে ৬৪ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

 

স্টাফ রিপোর্টার: ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার ৭ ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার লক্ষ্যে মনোনয়নপত্র জমার শেষ দিন গতকাল বৃহস্পতিবার চেয়ারম্যান পদে ৩৮, সাধারণ সদস্য পদে ২৫৪ এবং সংরক্ষিত মহিলা সদস্য পদে ৬৪ জন প্রার্থী মনোনয়ন পত্র জমা দিয়েছেন। স্ব স্ব ইউনিয়নের দায়িত্বে থাকা রিটানিং অফিসারের দফতরে প্রার্থীগণ তাদের মনোনয়নপত্র দাখিল করেন।

হরিণাকুণ্ডু উপজেলা নির্বাচন অফিসার (ভারপ্রাপ্ত) শহিদুর রহমান জানান, আগামী ১০ ও ১১ এপ্রিল মনোনয়নপত্র বাছাই, ১৮ এপ্রিল প্রত্যাহারের শেষ দিন এবং ১৯ এপ্রিল প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেয়া হবে। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে উপজেলার ৭ ইউনিয়নে প্রধান দুটি দল আওয়ামী লীগ ও বিএনপি তাদের প্রার্থী চূড়ান্ত করে মনোনয়নপত্র দাখিল করেছে। কিন্তু উভয় দলের বঞ্চিত প্রার্থীগণ স্বতন্ত্র ব্যানারের আড়ালে বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার লক্ষ্যে মনোনয়ন দাখিল করেছে। চেয়ারম্যান পদে যারা মনোনয়নপত্র দাখিল করেছেন তাদের মধ্যে ১ নং ভায়না ইউনিয়নে আওয়ামী লীগের ছমির উদ্দীন, বিএনপির আবুল হাসান মাস্টার,  এছাড়া আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন ইয়াকুব আলী, রবিউল করিম লাল, গোলাপ হোসেন ও আলাউদ্দীন। ২ নং জোড়াদহ ইউনিয়নে আওয়ামী লীগের জহির রায়হান, বিএনপির সাজেদুর রহমান রনি, আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী নাজমুল হুদা পলাশ ও কামাল হোসেন মিয়া, বিএনপির বিদ্রোহী প্রার্থী আকমল হোসেন, জাসদের আতিয়ার রহমান, স্বতন্ত্র ব্যানারে জামায়াতের তৌহিদুর রহমান, স্বতন্ত্র প্রার্থী কদর আলী মিয়া এবং সাবেক চেয়ারম্যান আব্দুস সাত্তার মিয়া, ৩ নং তাহেরহুদা ইউনিয়নে আওয়ামী লীগের মুঞ্জুরুল আলম, বিএনপির মোজাম্মেল হক, আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী শাহিনুর রহমান তুহিন এবং নজরুল ইসলাম মিয়া, এছাড়া স্বতন্ত্র প্রার্থী  হয়েছেন ইমামুল ইসলাম। ৪ নং দৌলতপুর ইউনিয়নে আওয়ামী লীগের ছাব্দার রহমান, বিএনপির আব্দুল লতিফ মাস্টার, আওয়ামী লীগের বিদ্রোহী মোহাম্মদ আলী এবং মিজানুর রহমান ওল্টু। ৫ নং কাপাশহাটিয়া ইউনিয়নে আওয়ামী লীগের আলহাজ মশিউর রহমান জোয়ার্দ্দার, বিএনপির শরিফুল ইসলাম খোকন, আওয়ামী লীগ ব্যানারের অপর প্রার্থী কেসি কলেজের সাবেক ভিপি মাহবুব আলম, স্বতন্ত্র প্রার্থী সরাফত হোসেন ঝন্টু ও রইচ উদ্দীন। ৬ নং ফলসী ইউনিয়নে আওয়ামী লীগের অ্যাড. বজলুর রহমান, বিএনপির একেএম আশরাফুল কবীর কনক মিয়া, আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ফজলুর রহমান। ৭ নং রঘুনাথপুর ইউনিয়নে আওয়ামী লীগের মুনছুর আলী, বিএনপির জেনারেল ইসলাম তরুন, আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী রাকিবুল ইসলাম রাসেল, হাসিমুর রহমান হাসিম মিয়া, স্বতন্ত্র ব্যানারে জামায়াতের ইদ্রিস আলী পান্না এবং স্বতন্ত্র প্রার্থী রাকিব আল হাসান প্রার্থী হিসেবে মনোনয়নপ্রত দাখিল করেনছেন। ফলসী ইউনিয়নের সংরক্ষিত ৩ নং ওয়ার্ডের মহিলা সদস্য ডালিম খাতুন বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হয়েছেন বলে নির্বাচন কমিশনার শহিদুর রহমান জানিয়েছেন। আগামী ৭ মে হরিণাকুণ্ডু উপজেলার ৭ ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে। তবে উপজেলার ৮ নং চাঁদপুর ইউনিয়নে একটি রীট আবেদন মহামান্য হাইকোর্টে অনিষ্পন্ন থাকায় আইনী জটিলতার কারনে এখানে নির্বাচন হচ্ছে না।