ঝিনাইদহে পানিতে ডুবে একজনের মৃত্যু

 

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের মহেশপুর উপজেলার পরাপুন গ্রামে পানিতে ডুবে জাহিদুর রহমান (১৬) নামে এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। জাহিদুর রহমান একই গ্রামের বাহাদুর আলীর ছেলে। সে এবার মিয়া সুন্দরপুর হাই স্কুল থেকে এসএসসি পরীক্ষা দিয়েছিলো। গ্রামবাসী সূত্রে জানা গেছে, বুধবার বিকেলে পারানপুর গ্রামের কপোতাক্ষ নদে গরুর খাবারের জন্য কচুরিপনা কাটতে যায় জাহিদ। সাঁতার না জানায় সে পানিতে ডুবে যায়। গ্রামবাসী উদ্ধার করে তাকে প্রথমে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। জাহিদের অবস্থার অবনতি ঘটলে বুধবার রাতে তাকে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু ঘটে। মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রবির কুমার ঘটনার সত্যতা স্বীকার করে জানান, বুধবার রাতেই জাহিদের দাফন সম্পন্ন হয়েছে।