ঝিনাইদহে আ.লীগের মনোনয়ন নিয়ে দু গ্রুপের সংঘর্ষ : পুলিশের গুলি বর্ষণ গুলিবিদ্ধ ১ আহত ১০

 

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহ সদর উপজেলার দোগাছী ইউনিয়নে মনোনয়ন নেয়াকে কেন্দ্র করে আ.লীগের দু গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। গতকাল সোমবার সকাল সাড়ে ১০টার দিকে ইউনিয়নের মধুনাথপুর গ্রামে আওয়ামী লীগের দলীয় প্রার্থী ইসহাক আলী ও বিদ্রোহী প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান ফয়জুল্লাহ ফয়েজের সমর্থকদের মধ্যে এ সংঘর্ষ ঘটে। এ সময় উভয় গ্রুপের অন্তত ১০ জন আহত ও ১ জন গুলিবিদ্ধ হয়েছে। আহতদের বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে চিকিৎসা দেয়া হয়েছে। গুরুতর আহত মধুনাথপুর গামের আকবর আলীর ছেলে মফিজ উদ্দিন (৪৫), তালতলা হরিপুর গ্রামের দুলাল শেখের ছেলে ফজলু শেখ (৪৪), নজরুল ইসলাম শেখের স্ত্রী রেজিয়া বেগম (৩০), কলোমনখালী গ্রামের শরিফুল ইসলামের স্ত্রী লাকি বেগম (৪৫), মিজানুর রহমানের স্ত্রী হেনা বেগমকে (৪০) ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি রাখা হয়েছে।

ঝিনাইদহ সদর থানা অফিসার ইনচার্জ হাসান হাফিজুর রহমান জানান, খবর পেয়ে সদর থানা থেকে পুলিশ ঘটনাস্থলে যায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রেণে ১২ রাউন্ড গুলি চালায়। মফিজ উদ্দিন নামে একজন শর্টগানের গুলিতে আহত হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক আছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।