ঝিনাইদহে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর বাড়িতে বোমা হামলা

 

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার সুন্দপুর দুর্গাপুর ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান আলিনুর রহমানের বাড়িতে বোমা হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। গত রোববার রাতে কালীগঞ্জ শহরের নিমতলা বাসস্ট্যান্ড এলাকার বাসায় পর পর দুইটি বোমা ছুড়ে মারা হয়। খবর পেয়ে গতকাল সোমবার সকালে কালীগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থল এসে বোমার আলামত সংগ্রহ করে। চেয়ারম্যান প্রার্থী আলিনুর রহমার জানান, আগামী ১৩ এপ্রিল কালীগঞ্জে অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে তিনি মোটরসাইকেল প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ভোট করছেন। নির্বাচনে ৩ জন স্বতন্ত্র প্রার্থীসহ বিএনপি ও আওয়ামী লীগের মোট ৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তিনি অভিযোগ করেন, মনোনয়নপত্র জমা দেয়ার পর থেকেই তাকে বসিয়ে দেয়ার জন্য একটি মহল হুমকি ধামকি দিচ্ছে। গত ১৮ মার্চ দুর্বৃত্তরা তার বাড়িতে একটি চিঠির মাধ্যমে কেটে টুকরো টুকরো করা হবে বলে হুমকি দেয়। সব বিষয়গুলো পুলিশ ও নির্বাচন কমিশনকে জানিয়ে আসছি। কিন্তু কোনো ব্যবস্থা নেয়া হচ্ছে না। এ অবস্থায় রোববার রাত ১২টার দিকে কালীগঞ্জ শহরের নিমতলা বাসস্ট্যান্ড পাড়ার বাড়িতে বোমা হামলা চালায় দুর্বৃত্তরা। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার কারণেই তার বাড়িতে বোমা হামলা চালানো হয়েছে বলে আলিনুর মনে করেন। ঘটনাস্থল পরিদর্শন করে দেখা গেছে বাড়ির প্রঁচীরে বোমা হামলার চিহ্ন রয়েছে। তাছাড়া প্রত্যক্ষদর্শীর ভাস্যমতে পুলিশ বোমার খোসাও নিয়ে গেছে। এ বিষয়ে ঝিনাইদহ জেলা নির্বাচন কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন জানান, আমি স্বতন্ত্র প্রার্থীর কাছ থেকে খবরটি জেনে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে ব্যবস্থা গ্রহণের জন্য বলেছি। পাশাপাশি এ ঘটনায় মামলা করার জন্য প্রার্থীকে আমি পরামর্শ দিয়েছি। বোমা হামলার বিষয়টি অস্বীকার করে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ার হোসেন জানান, আমি খবর পেয়ে ঘটনাস্থলে একজন পুলিশ অফিসার পাঠিয়েছিলাম। কিন্তু বোমা হামলার কোনো আলামত পাওয়া যায় নি।