মেহেরপুরে মাদক সেবনের দায়ে যুবকের কারাদণ্ডাদেশ

 

মেহেরপুর অফিস: মেহেরপুরে মাদক সেবনের দায়ে এক যুবকের ৬ মাস কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল শনিবার দুপুরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার (ভূমি) মো. শাহীনুজ্জামান ওই রায় দেন। দণ্ডিত মাদকসেবক উজ্জ্বল হোসেন মেহেরপুর শহরের নতুনপাড়ার রবিউল হোসেনের ছেলে। এর আগে সকালের দিকে মেহেরপুর সদর থানার এসআই রফিকুল ইসলাম নতুনপাড়ায় অভিযান চালিয়ে ১৫ গ্রাম গাঁজাসহ উজ্জ্বলকে আটক করে।