মাথাভাঙ্গা মনিটর: ২ গোলে পিছিয়ে থেকেও দারুণভাবে ফিরে এসে জার্মানিকে হারিয়েছে ইংল্যান্ড। অপেক্ষাকৃত অনভিজ্ঞ দল নিয়ে ৩-২ গোলের এ দুর্দান্ত জয়ে ইউরো ২০১৬ -এর চূড়ান্ত পর্বে নিজেদের সম্ভাবনার কথা জানান দিল রয় হজসনের শিষ্যরা। গত শনিবার রাতে বার্লিনের অলিম্পিক স্টেডিয়ামে প্রথমার্ধেরর শেষ দিকে ডি-বক্সের বাইরে থেকে নেয়া জোড়াল শটে জার্মানিকে এগিয়ে দেন রিয়াল মাদ্রিদ মিডফিল্ডার টনি ক্রুস। এরপর ৫৭তম মিনিটে মারিও গোমেসের গোলে জয়ের পথেই ছিল জার্মানি। চার মিনিট পরে হ্যারি কেইনের সুযোগসন্ধানী গোলে ম্যাচে ফেরে অতিথিরা। কর্নার থেকে জার্মানির ডিফেন্ডাররা বল বিপদমুক্ত করতে না পারায় বল পেয়ে যান টটেনহ্যাম হটস্পারের এ ফরোয়ার্ড। কোনাকুনি শটে গোলরক্ষক মানুয়েল নয়ারকে পরাস্ত করেন তিনি। ৭৪তম মিনিটে ডান দিক থেকে ন্যাথ্যানিয়েল ক্লাইনের ক্রসে অসাধারণ ফ্লিকে গোল করে সমতা ফেরান জেমি ভার্ডি। লেস্টার সিটির এ ফরোয়ার্ডের এটি প্রথম আন্তর্জাতিক গোল। যোগ করা সময়ে জর্ডান হেন্ডারসনের কর্নারে এরিক দিয়েরের হেডে জয় ছিনিয়ে নেয় ইংল্যান্ড। নিজেদের মাঠে এই প্রথম ২ গোলে এগিয়ে থেকেও হারলো জার্মানি।