নতুন প্রজন্মকে বাংলাদেশের সঠিক ইতিহাস জানতে হবে

 

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ বীরমুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন এমপি গতকাল শুক্রবার ‘জাগ্রত চেতনায় চুয়াডাঙ্গা’ সংগঠনের উদ্বোধন করেছেন। চুয়াডাঙ্গা টাউন ক্লাব ফুটবল মাঠে বিকেল ৪টার দিকে কবুতর অবমুক্ত করণ ও বেলুন উড্ডয়নের মাধ্যমে এ সংগঠনের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন তিনি।

প্রধান অতিথির বক্তব্যে হুইপ বলেন, চুয়াডাঙ্গা থেকেই বাংলাদেশের মুক্তি আন্দোলনের পরিকল্পনা করা হয়। সে কারণে পাকিস্তানিদের আক্রমণের লক্ষ্যবস্তুতে পরিণত হয় চুয়াডাঙ্গা। বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনে চুয়াডাঙ্গাসহ কোন মহিয়সী ব্যক্তির উদাত্ত আহবান ছিলো সেটি সকলকে জানতে হবে, যে ব্যক্তির আহ্বানে ৭ কোটি মানুষ ঐক্যবদ্ধ হয়ে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলো। তাই নতুন প্রজন্মকে বাংলাদেশের সঠিক ইতিহাস জানতে হবে। সংগঠনের আহ্বায়ক সাইফুর রহমান সোহেলের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক মাসুদউজ্জামান লিটু, চুয়াডাঙ্গা সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আজিজুল হক হযরত, যুবলীগ নেতা নঈম হাসান জোয়ার্দ্দার, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মোহাইমেন হাসান জোয়ার্দ্দার অনিক ও মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগ চুয়াডাঙ্গা জেলার আহ্বায়ক মাসুদুর রহমান মাসুম।