সরে গেছে চাঁদের অক্ষ!

মাথাভাঙ্গা মনিটর: চাঁদ তার নিজের অক্ষ থেকে সরে গেছে এবং পৃথিবীকে দেখাচ্ছে ভিন্ন চেহারা। সম্প্রতি এক গবেষণায় এমনটাই দাবি করেছেন মার্কিন বিজ্ঞানীরা। দ্য গার্ডিয়ান ও বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, নব্বই দশকের শেষ দিকে নাসার লুনার প্রসপেক্টর মিশনে প্রাপ্ত তথ্য-উপাত্ত ঘেঁটে বিজ্ঞানীরা চাঁদের অক্ষের খুব কাছে দুটি হাইড্রোজেনসমৃদ্ধ এলাকা চিহ্নিত করেছেন। এই দুই এলাকা শুধু তার অক্ষ সরে যাওয়ার বিষয়টিতেই সাক্ষ্য দিচ্ছে না, সেইসঙ্গে এই উপগ্রহে একসময় পানি ও বরফ ছিল বলেও ইঙ্গিত করছে। আগ্নেয়গিরির অগ্ন্যৎপাতকে চাঁদ সরে যাওয়ার জন্য দায়ী মনে করছেন বিজ্ঞানীরা। দ্য গার্ডিয়ান। বিজ্ঞানভিত্তিক জার্নাল ‘দ্য নেচার‘-এ সম্প্রতি একটি গবেষণাপত্র প্রকাশিত হয়েছে। আরিজোনায় প্লানেটারি সায়েন্স ইন্সটিটিউটের গবেষক ম্যাট সিয়েগলার ও তার সহকর্মীরা এটি তৈরি করেছেন। এতে বিজ্ঞানীরা দাবি করেছেন, তিনশ’ কোটি বছরে পৃথিবীর একমাত্র এ উপগ্রহের অক্ষ ধীরে ধীরে প্রায় ৬ ডিগ্রি পর্যন্ত সরে গেছে। বিজ্ঞানীরা বলছেন, চাঁদের ভেতরে বরফের পট্টি দুটি পরস্পরের বিপরীতে অবস্থান করছে বলে মনে করা হচ্ছে। আর তাদের মধ্যবর্তী যে লাইন, তা সরাসরি চাঁদের কেন্দ্র ভেদ করে চলে গেছে।