স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় জেলা পর্যায়ে সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতা ২০১৬ সম্পন্ন হয়েছে। গতকাল মঙ্গলবার চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। জেলা পর্যায়ে বিজয়ী ১২ জনের প্রত্যেককে প্রাইজমানি হিসেবে ১ হাজার ৫০০ টাকা করে নগদ দেয়া হয়। এর আগে উপজেলা পর্যায়ে বিজয়ী ৪৮ জনকে ১ হাজার টাকা করে দেয়া হয়েছে বলে জেলা শিক্ষা কর্মকর্তা আজাহার আলী জানিয়েছেন।
প্রতিযোগিতায় বিজয়ীরা হচ্ছে- ভাষা ও সাহিত্যে জীবননগর উপজেলার হাসাদহ বহুমুখি মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী মাহমুদা নওশীন, দামুড়হুদা পাইলট গার্লস স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির ইশরাত জাহান রতি ও জীবননগর মহিলা ডিগ্রি কলেজে দ্বাদশ শ্রেণির অনিকা তাবাসসুম। গণিত ও কম্পিউটারে চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির সুবহাতুন ইসলাম, দামুড়হুদা পাইলট হাইস্কুলের দশম শ্রেণির আব্দুল্লাহ আল রশিদ ও চুয়াডাঙ্গা সরকারি কলেজের একাদশ শ্রেণির সালিম সাদমান। দৈনন্দিন বিজ্ঞান ও বিজ্ঞানে চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির আনজুম ইসলাম অমি, ভি.জে সরকারি উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির আসিফ আরাফাত ও জীবননগর ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণির সুমাইয়া বিনতে হাকিম এবং বাংলাদেশ স্ট্যাডিজ ও মুক্তিযুদ্ধে চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির সামিহা সিদ্দিকা, ভি.জে সরকারি উচ্চ বিদ্যালয়ের ফাহিম আশহাব রশিদ ও বদরগঞ্জ ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির মো. তুষার হোসেন।
গতকালের প্রতিযোগিতা চলাকালে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক সায়মা ইউনুস ও জেলা শিক্ষা কর্মকর্তা আজাহার আলী। প্রতিযোগিতার বিষয়টি তদারকি করেন- সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল মতিন, দামুড়হুদা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বিকাশ কুমার সাহা, জীবননগর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আমজাদ হোসেন ও আলমডাঙ্গা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দীনেশ চন্দ্র পাল, চুয়াডাঙ্গা পৌর ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. শাহজাহান আলী, চুয়াডাঙ্গা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ সিদ্দিকুর রহমান, চুয়াডাঙ্গা সরকারি আদর্শ মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ এসএম ইস্রাফিল, চুয়াডাঙ্গা সরকারি কলেজের সহকারী অধ্যাপক জাহিদুল ইসলাম, নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) মুনিবুর রহমান এবং চুয়াডাঙ্গা ভি.জে সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ফেরদৌস আরা ও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শফিকুন্নাহার জিনিয়া।