শরিফ রতন: দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গার ডাকঘরের অস্থায়ী কার্যালয়ে কর্মরত কর্মচারীর বেতন ভাতা বৃদ্ধির দাবিতে সকল কার্যক্রম বন্ধ রয়েছে প্রায় ১ সপ্তাহ। বেতন-ভাতা, ২টি উৎসব বোনাস এবং নববর্ষ ভাতার দাবিতে ডাকঘরের কর্মচারীরা এ ধর্মঘট পালন করছেন। বাংলাদেশের পুরোনো ঐতিহ্যবাহী ডাকঘর এক সময় প্রতিটি মানুষের সেবা দিয়ে আসতো। কিন্তু কার্পাসডাঙ্গা ডাকঘরের ব্রাঞ্চ অফিসের সকল কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দিয়েছেন কর্মচারীরা। কর্মরত পোস্টমাস্টার আশরাফুল জানান, যশোর জেলার ডিভিশন শাখার সকল ব্রাঞ্চের ন্যায় নিজেদের দাবি আদায়ের লক্ষ্যে কার্পাসডাঙ্গাতেও সকল প্রকার কার্যক্রম বন্ধ রাখা হয়েছে। এতে এলাকার সাধারণ জনগণ সমস্যার সম্মুখিন হয়ে পড়েছে। সর্বনিম্ন ৫ হাজার ও সর্বোচ্চ ৭ হাজার ৫শ টাকা বেতন ভাতা, উৎসব বোনাস ও নববর্ষ ভাতার দাবিতে এ আন্দোলন অব্যাহত থাকবে। তিনি আরো বলেন, মাত্র ১২শ টাকা বেতনে একটি পরিবারের জন্য কিছুই হয় না। কার্পাসডাঙ্গায় ডাকঘরের নিজস্ব কোনো অফিস নেই তাই অস্থায়ীভাবে আমার দোকানেই চালানো হয় সকল কার্যক্রম। ডাকঘরের কার্যক্রম বন্ধ থাকায় বিপাকে পড়েছে এলাকার জনগণ। এলাকাবাসীর দাবি যাতে অবিলম্বে ডাকঘরের কার্যক্রম চালু হয়।