আনাড়ি হাজামের দেয়া সুন্নতে খৎনায় শিশু মাহফুজ রানা মৃত্যুশয্যায়

 

স্টাফ রিপোর্টার: আনাড়ি হাজামের দেয়া সুন্নতে খৎনায় ত্রুটির কারণে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে তৃতীয় শ্রেণির ছাত্র মাহফুজ রানা। সে চুয়াডাঙ্গা জেলা শহরের শান্তিপাড়ার ওমিদুল হকের ছেলে। তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। মাত্রাতিরিক্ত রক্তক্ষরণে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে রাজশাহী মিডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পরামর্শ দিয়েছেন।

জানা গেছে, মাহফুজ রানার সুন্নতে খৎনা দেয়া হয় গতকাল সোমবার বিকেলে। শান্তিপাড়া হাসপাতালের নিকট হলেও অসচেতনতার কারণেই মাহফুজ রানার পিতা ওমিদুল ডাকেন কুড়ুলগাছির লোকমান হাজামকে। তিনিই গতকাল বিকেলে সুন্নতে খৎনা দেন। শুরু থেকেই রক্তক্ষরণ শুরু হয়। তবে অনবরত মাত্রাতিরিক্ত রক্তক্ষরণ শুরু হয় সন্ধ্যায়। অবস্থা বেগতিক দেখে শিশু মাহফুজ রানাকে নেয়া হয় চুয়াডাঙ্গা সদর হাসপাতালে। কর্তব্যরত চিকিৎসক বলেন, অনবরত রক্তক্ষরণে শিশুর শারীরিক অবস্থা আশঙ্কাজনক হয়ে পড়েছে। রক্ত দেয়া দরকার। একই সাথে উন্নত চিকিৎসার জন্য শিশুটিকে রাজশাহী মেডিকেলে নিতে হবে।

Leave a comment