কার্পাসডাঙ্গা মাইক্রো স্ট্যান্ডে হঠাৎমাইক্রোবাসে আগুন প্রাণে বেঁচে গেলে চালক

 

কুড়লগাছি প্রতিনিধি: দামুড়হুদার কার্পাসডাঙ্গার কাউন্সিল মোড়ের পাশে মাইক্রো স্ট্যান্ডে একটি মাইক্রোতে হঠাৎ আগুন ধরে যায়। বাজারের লোকজন দ্রুত ছুটে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

জানা গেছে, কোমরপুর গ্রামের ডা. ফজলুর রহমানের ছেলে অবসরপ্রাপ্ত নৌবাহিনীর সদস্য ফরিদ হোসেনের মাইক্রোবাসে হঠাৎ করে আগুন ধরে যায়। লোকজন দ্রুত ছুটে গিয়ে পাশে থাকা গর্তের পানি নিয়ে দ্রুত আগুন নেভায়। ডায়নামার ত্রুটির কারণে এ আগুন লেগেছে বলে জানা গেছে। তবে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনার কারণে চালক প্রাণে বেঁচে যায়।