শ্রীলঙ্কাকে হারাতে নামতেই হলো না গেইলকে!

bf4f588fd21b85ce857b9e6c307e1266-Badree

মাথাভাঙ্গা মনিটর: ওয়েস্ট ইন্ডিজ তাড়া করতে নামলো, কিন্তু ওপেন করতে ক্রিস গেইল এলেন না! জনসন চার্লসের সাথে এলেন আন্দ্রে ফ্লেচার। বেঙ্গালুরুর চেন্নাস্বামী স্টেডিয়াম ততক্ষণে গর্জন তুলেছে, ‘উই ওয়ান্ট গেইল, উই ওয়ান্ট গেইল!’ দর্শকেরা অবশ্য তখনো জানেন না, ফিল্ডিংয়ের সময় চোট পাওয়াতেই গেইল ইনিংস উদ্বোধন করতে নামেননি।

ওয়েস্ট ইন্ডিজের ৩ উইকেট নেমে যাওয়ার পর অবশ্য নামতে চেয়েছিলেন। কিন্তু ফিল্ডিংয়ের সময় যতোক্ষণ বাইরে ছিলেন, দলের ব্যাটিঙের সময় ঠিক ওই সময়টা মাঠের বাইরে কাটাননি বলে নামতে দেওয়া হয়নি তাকে। পরে নামতে পারতেন। কিন্তু সেটিরও আর দরকার হলো না। শ্রীলঙ্কার করা ১২২ তাড়া করে ওয়েস্ট ইন্ডিজ জিতে গেল ১০ বল হাতে রেখে ৭ উইকেটে! ৬৪ বলে অপরাজিত ৮৪ রানের বিধ্বংসী ইনিংস খেলে ওয়েস্ট ইন্ডিজের জয়ে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন আন্দ্রে ফ্লেচার। ৫ ছক্কা ও ৬ চারে সাজানো তাঁর ইনিংস, ছক্কাগুলো তো গেইলকেই মনে করিয়ে দিয়েছে।