স্টাফ রিপোর্টার: তৃতীয় দফায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে আজ মঙ্গলবার তফশিল ঘোষণা হতে পারে। ঘোষিত তফশিলে চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার ছয়টি ইউনিয়ন পরিষদের নাম থাকতে পারে।
গত ১৬ ফেব্রুয়ারি নির্বাচন কমিশন সচিবালয় ঘোষিত সম্ভাব্য নির্বাচন উপযোগী ইউনিয়নের তালিকা অনুযায়ী আলমডাঙ্গার বেলগাছি, ডাউকি, কালিদাসপুর, জামজামি, জেহালা ও খাসকররা ইউনিয়ন পরিষদ রয়েছে। চতুর্থ দফায় আলমডাঙ্গার বাড়াদী, চিৎলা, ভাংবাড়িয়া, গাংনী, হারদী, খাদিমপুর ও কুমারী ইউনিয়নের নাম রয়েছে। গতকাল সোমবার রাতে জেলা নির্বাচন কর্মকর্তা মো. আনিছুর রহমান বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেছেন, আগামীকাল (মঙ্গলবার) তৃতীয় দফার তফশিল ঘোষণা হতে পারে।