চুয়াডাঙ্গায় বিজিবির দায়ের করা ফেনসিডিল পাচার মামলার রায় দর্শনা জয়নগরের সাইদুরের জেল-জরিমানা

 

স্টাফ রিপোর্টার: ফেনসিডিল পাচার মামলায় দর্শনা জয়নগরের সাইদুর রহমানকে ৪ বছরের জেল ও ৫ হাজার টাকা জরিমানা করেছেন আদালত। জরিমানার টাকা অনাদায়ে আরও ৩ মাসের কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। গতকাল রোববার দুপুরে স্পেশাল ট্রাব্যুনালের-৪’র বিচারক মহাম্মদ আবদুর রহিম আসামির অনুপস্থিতিতে এ রায় প্রদান করেন।

মামলার বিবরণ জানা গেছে, দর্শনা জয়নগরের আব্দুল গফুরের ছেলে সাইদুর রহমান ২০০৮ সালের ২৯ ডিসেম্বর ৬০ বোতল ফেনসিডিলসহ নিমতলা বিজিবির হাতে ধরা পড়ে। পরে জামিনে মুক্ত হয়। বিজিবি দায়ের করা এ মামলার ৭ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে ১৯৭৪ সনের বিশেষ ক্ষমতা আইনের ২৫বি(১)(বি) ধারায় আসামির বিরুদ্ধ অভিযোগ প্রমাণিত হওয়ায় ৪ বছরের সশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানার টাকা অনাদায়ে আরও ৩ মাসের কারাদণ্ডাদেশ দেন আদালত। আসামি পলাতক থাকায় আত্মসমর্পণ বা গ্রেফতারের পর থেকে তার সাজার মেয়াদ শুরু হবে।