শহীদ সোমেন চন্দ দিবস উপলক্ষে বাংলাদেশ প্রগতি লেখক সংঘ, চুয়াডাঙ্গা জেলা শাখা’র উদ্যোগে গতকাল বিকাল সাড়ে তিনটায় পদ্মবিলা ইউনিয়নের খেজুরা গ্রামে অবস্থিত মাতৃ-কৃষিফার্মে এক সাহিত্যসভা অনুষ্ঠিত হয়। ‘সাহিত্য বিপ্লবকে দেবে ভাষা, বিপ্লব সাহিত্যকে দেবে মুক্তি’ শীর্ষক এ সাহিত্য সভায় সংগঠনের সহ-সভাপতি কোরবান আলী ম-লের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কাজল মাহমুদের সঞ্চালনায় উপস্থিত লেখক-সাহিত্যিকদের মধ্য থেকে স্বরচিত লেখাসমূহ পাঠ করেন গিয়াস আরবার, মাহির তাজওয়ার, হেলাল উদ্দিন, এম. এ. হামিদ, শওকত আলী, আবু সাঈদ, জাহিদুল ইসলাম জনি, শাহেদ জামাল, খালেকুজ্জামান, ফয়জুল বিশ্বাস, মিজানুর রহমান মণ্ডল ও হাবিবি জহির রায়হান। এছাড়া সাহিত্যসভায় নতুন লোককবি আব্দুল হামিদ তার কবিতায় মুগ্ধ করেন সবাইকে। পঠিত লেখাসহ দিবসটির তাৎপর্য তুলে ধরে আলোচনা করেন প্রভাষক হাফিজুর রহমান, আব্দুল মান্নান ফকির, প্রভাষক মিজানুর রহমান মণ্ডল, আজিম উদ্দিন, হাবিবি জহির রায়হান, কাজল মাহমুদ, কোরবান আলী মণ্ডল ও বিশিষ্ট গবেষক-লেখক অধ্যাপক আবদুল মোহিত। সভায় আরো উপস্থিত ছিলেন লুৎফর রহমান, মকবুল হোসেন মুকুল, সাইফুল ইসলাম, হোসেন আলী, সাইদ বিশ্বাস, আব্দুল হান্নান, আব্দুস সাত্তার, লিয়াকত আলী প্রমুখ সাহিত্যানুরাগী ব্যক্তিবর্গ।