স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা শান্তিপাড়ার রুবিনা খাতুনকে ইয়াবাসহ আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ। গতকাল শুক্রবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে শান্তিপাড়া থেকে আটক করা হয়।
পুলিশ জানিয়েছে, চুয়াডাঙ্গা শান্তিপাড়ার রুহুল আমিনের মেয়ে রুবিনা খাতুন (২৮) ইয়াবা ব্যবসায়ী। বাড়ি বসে ইয়াবা বিক্রি করছে এমন খবর পেয়ে জেলা গোয়েন্দা পুলিশের এসআই ইব্রাহীম আলী, এএসআই রফিকুল ইসলাম রফিক ও এএসআই তরিকুল ইসলামসহ সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ সময় তার নিটক থেকে ৭টি ইয়াবা উদ্ধার করা হয়েছে। গতরাতেই মামলাসহ চুয়াডাঙ্গা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।