জীবননগর বাঁকায় অগ্নিকাণ্ডে ৩টি বসতবাড়ি ভস্মীভূত

 

জীবননগর ব্যুরো: জীবননগর উপজেলার বাঁকা প্রতাবপুরে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে সৃষ্ট অগ্নিকাণ্ডে ২ কৃষক ও এক করিমন চালকের বাড়ি ভস্মীভূত হয়েছে। গতকাল বুধবার সকাল ৯টার দিকে বৈদ্যুতিক মিটার হতে এ অগ্নিকাণ্ডের সৃষ্টি হয়। অগ্নিকাণ্ডে আজির বক্সের দুই ছেলে আলতাব হোসেন ও ইউনুছ আলী এবং আলতাব হোসেনের ছেলে জনির বাড়ি সম্পূর্ণভাবে পুঁড়ে যায়।

অগ্নিকাণ্ডে ইউনুছের একটি হালের বলদ পুড়ে গেছে। জীবননগর থেকে ফায়ার সার্ভিসের সদস্যরা এসে আগুন নিয়ন্ত্রণে নেয়ার আগেই মুহূর্তের মধ্যে দুই কৃষক ও এক করিমন চালকের বাড়ি পুঁড়ে ছাই হয়ে যায়। এ অগ্নিকাণ্ডে আলতাব হোসেনের ঘরে থাকা ১০ হাজার টাকা, ইউনুছ আলীর গোয়ালে থাকা গরু ও বাইসাইকেল, জনির ঘরে থাকা লোন নেয়া ২০ হাজার টাকা, সোনার তৈরি একটি গলার চেন ও হাতের চুরি এবং সকলের বাড়িতে থাকা আসবাবপত্র পুঁড়ে যাওয়ায় এ তিনটি পরিবার দিশেহারা হয়ে পড়েছেন। ক্ষতিগ্রস্থ পরিবার ৩টি খোলা আকাশের নিচে দিনযাপন করছে।