বিষপানে আত্মহত্যার অপচেষ্টা : অভিযুক্ত শিক্ষিকাকে অব্যাহতি প্রদান

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের শৈলকুপা উপজেলার কেশনগর গ্রামের ব্র্যাক স্কুলের ৫ম শ্রেণির ছাত্রী লাভলী খাতুন জরিমানার টাকা না দিতে পারায় শিক্ষিকা বেত দিয়ে মারপিট করায় অভিমানে ছাত্রীটি বিষপানে আত্মহত্যার চেষ্টা করে বলে অভিযোগ ওঠে। এ ঘটনার তদন্ত শেষে ব্র্যাক স্কুলে শিক্ষিকা মুক্তি বেগমকে অব্যাহতি প্রদান করেন শৈলকুপা ব্র্যাক কর্তৃপক্ষ।
শৈলকুপা ব্র্যাক অফিসসূত্রে জানা গেছে, গতকাল দুপুরে তদন্ত শেষে ঘটনার সত্যতা পাওয়ায় অভিযুক্ত শিক্ষিকা মুক্তি বেগমকে চাকরি থেকে অব্যাহতি দিয়েছেন শাখা ব্যবস্থাপক কৃষ্ণ বিশ্বাস।
৩ দিন স্কুল কামাই করে স্কুলে গেলে শিক্ষিকা মুক্তি বেগম ৬০ টাকা জরিমানা করেন। তখন লাভলী জানায় বাড়ি থেকে টাকা এনে দেবো। এ কথায় শিক্ষিকা রাগান্বিত হয়ে ওই ছাত্রীকে বেত্রাঘাত করে। অভিমানে টিফিনের সময় বাড়ি ফিরে সে বিষপান করে। এরপর সে ফের স্কুলে যায়। ছাত্রীর মা লাইলী খাতুন বলেন, স্কুলে যাওয়ার পর তার মেয়ে বমি করতে থাকে। তখন শিক্ষিকা মুক্তি বাড়িতে খবর দেন। খবর পেয়ে তিনি মেয়েকে শৈলকুপা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করান। মেয়েটি বর্তমানে সুস্থ আছেন।

Leave a comment