আলমডাঙ্গা গড়গড়ির সেই গৃহবধূ আইনি সহায়তা চেয়ে মানবতা ফাউন্ডেশনে আবেদন

স্টাফ রিপোর্টার: আলমডাঙ্গা গড়গড়ির সেই গৃহবধূ আইনি সহায়তা চেয়ে মানবতা ফাউন্ডেশনে আবেদন করেছেন। গতকাল শুক্রবার মানবতা ফাউন্ডেশনের প্রধান কাযালয়ে এসে লিখিত আবেদন করেন।
মানবতা এক প্রেসবিজ্ঞপ্তিতে জানিয়েছে, আলমডাঙ্গা বেতবাড়িয়া গ্রামের দিন মজুরের মেয়ের ২ বছর আগে বিয়ে হয় গড়গড়ি গ্রামে। স্বামীর সংসারে থাকাকালে প্রতিবেশী সিরাজুল চৌধুরীর ছেলে সাহাবুল বিভিন্ন সময় কুপ্রস্তাব দিয়ে আসছিলো। এক পর্যায়ে তাদের মধ্যে পরকীয়া সম্পর্ক গড়ে ওঠে। সাহাবুল বিয়ের প্রতিশ্রুতি দিয়ে বিভিন্ন সময় ওই গ্রহবধূর দেহভোগ করে আসছিলো। গত ১২ ফেব্রুয়ারি রাতে তারা দুজন আপত্তিকর অবস্থায় ধরা পড়ে। এ ঘটনায় বিয়ের দাবি নিয়ে ওই গৃহবধূ সাহাবুলের বাড়িতে অবস্থান নেয়। পরে সালিসে সাহাবুলকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এ বিচার না মেনে বিয়ের দাবিতে অনড় রয়েছে গৃহবধূ। অবশেষে গতকাল শুক্রবার আইনি সহায়তা চেয়ে মানবতা ফাউন্ডেশনে আবেদন করেছেন ওই গৃহবধূ। মানবতার নির্বাহী পরিচালক অ্যাড. মানি খন্দকার আবেদন গ্রহণ করেন। এ সময় আরও উপস্থিত ছিলেন সংস্থার কার্যনির্বাহী কমিটির সহসভাপতি অ্যাড. কাইজার হোসেন জোয়ার্দ্দার শিল্পী, সদর উপজেলা কমিটির সাধারণ সম্পাদক অ্যাড. মসলেম উদ্দীন-২, অপারেশন অফিসার অ্যাড. জিল্লুর রহমান জালাল প্রমুখ। সংস্থার পক্ষে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানানো হয়েছে।