দামুড়হুদা প্রতিনিধি: চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার জুড়ানপুর ইউনিয়নের বিষ্ণুপুর বাউল কল্যাণ সংস্থার উদ্যোগে ৫ম সাধুসঙ্ঘ উদযাপিত হয়েছে। গত বৃহস্পতিবার বিকেলে বিষ্ণুপুর গ্রামে জুড়ানপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি অ্যাড. রেজাউল হক রেজার সভাপতিত্বে অনুষ্ঠিত বাউল উৎসবে প্রধান অতিথি ছিলেন দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাবেক ভাইস চেয়ারম্যান অ্যাড. রফিকুল আলম রান্টু। বিশেষ অতিথি ছিলেন জুড়ানপুর ইউপি চেয়ারম্যান ইদ্রিস আলী, জেলা বাউল কল্যাণ সংস্থার সভাপতি মহিউদ্দিন, বিষ্ণুপুর বাউল কল্যাণ সংস্থার সভাপতি ঠাণ্ডু রহমান, আ.লীগ নেতা মাহাতাব উদ্দিন মাতু, আ. মান্নান, মতিয়ার রহমান মতি, ইউপি সদস্য খোকন, সাইদুর রহমান লিটন, মুজাফফর হোসেন, মনিরুদ্দিন, আ. হান্নান, আইনুদ্দিন, মিজানুর রহমান, গোলাম মহিউদ্দিন, সাইদুর রহমান সন্টু মাস্টার, আনোয়ার হোসেন, একরামুল হক প্রমুখ।