স্টাফ রিপোর্টার: সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এসএসসি পরীক্ষার প্রশ্নফাঁসের অপপ্রচার করলে ১৪ বছর পর্যন্ত জেল ও এক কোটি টাকা জরিমানা করা হবে। গতকাল বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয় এক প্রেসবিজ্ঞপ্তিতে একথা জানায়। ১ ফেব্রুয়ারি থেকে এসএসসি ও সমমানের পরীক্ষা চলছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ফেসবুকসহ অন্য কোনো ইলেকট্রনিক মাধ্যমে চলমান এসএসসি ও সমমানের পরীক্ষায় প্রশ্নফাঁসের গুজব ছড়ালে জড়িতদের বিরুদ্ধে আইসিটি আইনে মামলা হবে। এতে ১৪ বছর পর্যন্ত জেল ও এক কোটি টাকা পর্যন্ত জরিমানা হবে। তা ছাড়া অন্য কোনো ভাবে প্রশ্নপত্র ফাঁসের চেষ্টা চালানো হলে পাবলিক পরীক্ষা আইনে ৪ বছর পর্যন্ত জেল ও জরিমানা করা হবে। শিক্ষা মন্ত্রণালয় আরো জানায়, ফেসবুকে প্রশ্ন ফাঁস সংক্রান্ত গুজব ছড়ানো হলে তা গোয়েন্দা (ডিবি) পুলিশকে জানানো যাবে, এজন্য ডিসি, ডিবিকে (০১৭১১৬০৫১৪৪) অভিযোগ করা যাবে। পরীক্ষা উপলক্ষ্যে শিক্ষা মন্ত্রণালয় নিয়ন্ত্রণ কক্ষ খুলেছে। কন্ট্রোল রুমের ফোন নং-৯৫৪০৩০২, ০১৭৭৭-৭০৭৭০৫, ০১৭৭৭-৭০৭৭০৬।