স্টাফ রিপোর্টার: স্ট্রাইক বোলার ট্রেন্ট বোল্ট ও ম্যাট হেনরির তাণ্ডবে বিধ্বস্ত বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া গতকাল বুধবার অকল্যান্ডে অনুষ্ঠিত প্রথম ওয়ানডে ম্যাচে ১৫৯ রানের বিশাল ব্যবধানে হেরেছে নিউজিল্যান্ডের কাছে। নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেটে নিউজিল্যান্ডের করা ৩০৭ রানের জবাবে ২৫তম ওভারে মাত্র ১৪৮ রানে অলআউট হয়ে যায় সফরকারী অস্ট্রেলিয়া। প্রথমে ব্যাটিঙে নেমে মার্টিন গাপটিল (৯০), হেনরি নিবোলাস (৬১) এবং ব্রেন্ডন ম্যাককালামের (৪৪) আগ্রাসনে ৩০ ওভারেই ২০০ রান টপকে যায় নিউজিল্যান্ড।
শেষ দিকে টেল এন্ডাররা রান রেট ধরে রাখতে না পারলেও ইডেন পার্কের ছোট মাঠে ঠিকই ৩শর বেশি রান করতে সক্ষম হয় স্বাগতিকরা। কিন্তু জবাবে অস্ট্রেলিয়া কখনোই স্বাগতিকদের কাছাকাছিও যেতে পারেনি। হেনরি এবং বোল্টের বিধ্বংসী বোলিংয়ে ৯ ওভারে মাত্র ৪১ রান তুলতেই ৬ উইকেট হারিয়ে ফেলে অস্ট্রেলিয়া। কিউই অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালাম বলেন, আমাদের বোলিং আক্রমণ ছিলো অসাধারণ। পক্ষান্তরে বোল্ট এবং হেনরি জ্বলে না উঠলে ৩০০ রানের লক্ষ্যমাত্রা সম্ভব ছিলো মনে করছেন অসি অধিনায়ক স্টিভ স্মিথ। তিনি বলেন, প্রথম ১০ ওভারের মধ্যেই আপনি যখন ৬ উইকেট হারিয়ে ফেলবেন তখন খুব বেশি ম্যাচ জেতা আপনার পক্ষে আর সম্ভব নয়। আগামী শনিবার ওয়েলিংটনে দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে দু দল।