স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় প্রথম বিভাগ ক্রিকেট লিগের উদ্বোধন করা হয়েছে। উদ্বোধনী ম্যাচে সবুজ সংঘ ১৬ রানে ভাইয়া একাদশকে পরাজিত করে শুভসুচনা করেছে। গতকাল সোমবার সকাল সাড়ে ৯টায় চুয়াডাঙ্গা পুরাতন স্টেডিয়ামে প্রথম বিভাগ ক্রিকেট লিগের উদ্বোধন করেন চুয়াডাঙ্গা অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আঞ্জুমান আরা। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম লাড্ডু, ক্রিকেট উপ-কমিটির আহ্বায়ক শহিদুল কদর জোয়ার্দ্দার, নির্বাহী সদস্য হুমায়ুন কবীর মালিক, সরোয়ার হোসেন জোয়ার্দ্দার মধু, হাফিজুর রহমান হাপুসহ উদ্বোধনী ম্যাচে অংশগ্রহণকারী দু দলের খেলোয়াড় ও কর্মকর্তাগণ।
উদ্বোধনী ম্যাচে টসে জয়লাভ করে সবুজ সংঘ প্রথমে ব্যাটিং করে ৪১ওভারে ১৭১ রানে অলআউট হয়। জবাবে ১৭২ রানের লক্ষ্যে খেলতে নেমে ভাইয়া একাদশ নির্ধারিত ওভারের ৪ বল বাকি থাকতে ১৫৫ রানে গুটিয়ে যায়। তরুণ ক্রিকেটারদের নিয়ে গড়া ভাইয়া একাদশ বোলিং ও ব্যাটিঙে দুর্দান্ত ফাইট করে সবুজ সংঘকে নাজেহাল করে তুলেছিলো। তবে ফার্স্ট ক্লাস ম্যাচ খেলার অভিজ্ঞতা না থাকায় তারুণ্য নির্ভর এ দলটি জয়ের আশা জাগিয়েও শেষ পর্যন্ত পরাজিত হয়। একই সাথে আম্পায়ারের ওয়াইড সিগনাল এবং বির্তকিত একাধিক রানআউট মাঠে উপস্থিত দর্শক ও ক্রিকেটারদের আশাহত করেছে। ভাইয়া একাদশের পক্ষে আদনান সর্বোচ্চ ৪৭, সজল ৩১ রান সংগ্রহ করে এবং শাকিল জুনিয়র ১৫ রানের বিনিময়ে ৩ উইকেট দখল করে। বিজয়ী দলের শাকিল ৪৩ রান সংগ্রহ করে। আজ একই মাঠে মুন্সিগঞ্জ সংহতি সংঘ ও দামুড়হুদা নিউস্টার ক্লাব মুখোমুখি হবে।
দামুড়হুদায় নিউ স্টার ক্লাবের জার্সি উন্মোচন