কালীগঞ্জ প্রতিনিধি: সফল উদ্যোক্তা দল বা ব্যক্তি যিনি টেকসই উন্নয়ন, আত্মকর্মসংস্থান সৃষ্টি, নারীর ক্ষমতায়ন বা পরিবেশ সুরক্ষায় অবদান রেখেছেন। কিষাণ-কিষাণী/সংগঠন, যারা জৈব পদ্ধতিতে চাষাবাদ করে সফল হয়েছেন এবং দৃষ্টান্ত স্থাপন করেছেন। যে প্রকল্পগুলো গ্রামের মানুষকে উদ্বুদ্ধ করছে এবং অন্যের জন্য উদাহরণ সৃষ্টি করছে এবং ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলা ২০১৫ সালে কালীগঞ্জের নিয়ামতপুর ও রায়গ্রাম ইউনিয়নের অনুপ্রেরণমূলক কাজগুলো অন্য এলাকায় ছড়িয়ে দিতে গণমাধ্যমের মাধ্যমে সহায়ক ভূমিকা পালন করছেন। এমন ৫ কৃষক, ২ সংগঠন ও ১ সাংবাদিককে হাঙ্গার ফ্রি ওয়ার্ল্ড নামক জাপান ভিত্তিক একটি স্বেচ্ছাসেবী সংগঠন জৈব শস্য ও পিঠা মেলা আয়োজনের মধ্যদিয়ে সম্মাননা প্রদান করেছে। এবার যারা সম্মাননা ও পুরস্কার পেলেন তারা হলেন পূর্ববলরামপুর গ্রামের শ্রীমতি নিলিমা রানী নন্দি, খামারমুন্দিয়া গ্রামের রিজিয়া খাতুন, দাপনা গ্রামের নাজমা বেগম, মোস্তবাপুর গ্রামের রাজিয়া বেগম, মহেশ্বরচাদা গ্রামের মকবুল হোসেন, আগমুন্দিয়া জৈবচাষি সমবায় সমিতি ও দোয়েল কোয়েল সমবায় সমিতি বলাকান্দর। প্রত্যেকের হাতে ১০ হাজার টাকার একটি করে চেক, ক্রেস্ট ও সনদপত্র তুলে দেওয়া হয়। বুধবার বিকালে কালীগঞ্জ উপজেলা চত্বরে পুরস্কার বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার মানোয়ার হোসেন মোল্লা। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শাহনাজ পারভীন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও জৈব শস্য ও পিঠামেলার আহ্বায়ক শাহনাজ পারভীন, হাঙ্গার ফ্রি ওয়ার্ল্ডের কান্ট্রি ডিরেক্টর আতাউর রহমান মিটন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা, খন্দকার শরিফা আক্তার প্রমুখ।
সকালে কালীগঞ্জে উপজেলা প্রশাসন ও স্বেচ্ছাব্রতী সংগঠন হাঙ্গার ফ্রি ওয়ার্ল্ডের যৌথ আয়োজনে খাদ্য নিরাপত্তা অর্জনের আন্দোলনকে বেগবান করার উদ্দেশ্যে দিনব্যাপী জৈব শস্য ও পিঠা মেলার আয়োজন করা হয়। মেলা উদ্বোধন করেন ঝিনাইদহ স্থানীয় সরকারের উপপরিচালক ও উপসচিব আবু ইউসুফ রেজাউর রহমান। মেলায় জৈব চাষে নিবেদিত কৃষক, কৃষক সংগঠন, কৃষি সংক্রান্ত উন্নয়ন সংগঠন এবং অন্যান্য ২৪ প্রতিষ্ঠান তাদের উৎপাদিত পণ্য, কৃষি উপকরণ, প্রকাশনা ও প্রযুক্তি প্রদর্শন এবং দেশীয় নানা রকম পিঠার স্টল প্রদর্শন করে।