স্বল্প সুদে কৃষকদের ঋণ বিতরণ করেছে পূবালী ব্যাংক

স্টাফ রিপোর্টার: স্বল্প সুদে কৃষকদের মাঝে ঋণ বিতরণ কার্যক্রম শুরু করেছে চুয়াডাঙ্গার আলুকদিয়ায় অবস্থিত পূবালী ব্যাংক লিমিটেড। গতকাল মঙ্গলবার বিকেলে আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। মসলা, ডাল, তেলবীজ, ভূট্টা ইত্যাদি কৃষিপণ্যের আমদানী নির্ভরতা কমাতে এবং দেশীয় উৎপাদন বাড়াতে এ কার্যক্রমের উদ্যোগ নিয়েছে ব্যাংকটি।
পূবলী ব্যাংক আলুকদিয়া শাখার ব্যবস্থাপক কেএম আশরাফুল ইসলামের সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আলুকদিয়া ইউপি চেয়ারম্যান আক্তাউর রহমান মুকুল।
ব্যাংক কর্তৃপক্ষ জানান, বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা মোতাবেক চার শতাংশ রেয়াতী সূদে কৃষকদের মাঝে এ ঋণ বিতরণ শুরু করা হয়েছে। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, ব্যাংকের উপ-ব্যবস্থাপক উম্মে নিলুফা আক্তার, ক্রেডিট অ্যাডমিনিস্ট্রেটর মো. সাইফুল ইসলাম, ক্রেডিট অফিসার মাজেদুর রহমান, ঋণ গ্রহীতা কৃষক মো. আব্দুল মতিন প্রমুখ।

Leave a comment