মাথাভাঙ্গা মনিটর: প্রথম ম্যাচে সেঞ্চুরি করেছিলেন। সেঞ্চুরি করলেন দ্বিতীয় ওয়ানডেতেও। তবে তার শতককে ম্লান করে দিয়ে ৭ উইকেটে ম্যাচ জিতেছে অস্ট্রেলিয়া। গতকাল শুক্রবার ব্রিসবেনে টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন ভারতের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। ব্যাট করতে নেমে ওপেনার রোহিত শর্মার শতকে এবং রাহানে ও বিরাট কোহলির অর্ধশতকে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ৩০৮ রান সংগ্রহ করে সফরকারী ভারত। দলের পক্ষে সর্বোচ্চ ১২৪ রান করেন রোহিত। এছাড়া রাহানে ৮৯ এবং কোহলি ৫৯ রান করেন।
৩০৯ রানের টার্গেটে খেলতে নেমে মার্শ, বেইলি এবং ফিঞ্চের ব্যাটে ভর করে এক ওভার হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় স্বাগতিক অস্ট্রেলিয়া। দলের পক্ষে বেইলি ৭৬ রান করে অপরাজিত থাকেন। এছাড়া ফিঞ্চ এবং মার্শ উভয়েই ৭১ রান করে আউট হন। এ জয়ের ফলে সিরিজে ২-০ তে এগিয়ে গেল অস্ট্রেলিয়া।