টি-টোয়েন্টিতে নিউজিল্যান্ডকে হারালো পাকিস্তান

মাথাভাঙ্গা মনিটর: শ্রীলংকার বিপক্ষে টেস্ট, ওয়ানডে এবং টি-টোয়েন্টি সিরিজ জিতে ফুরফুরে মেজাজেই ছিলেন নিউজিল্যান্ড দলের খেলোয়াড়রা। তবে তাদের জয়ের ধারায় যেন বাধ সাধলো সফরকারী পাকিস্তান। গতকাল শুক্রবার প্রথম টি-টোয়েন্টি ম্যাচে স্বাগতিক নিউজিল্যান্ডকে ১৬ রানে হারিয়েছে আফ্রিদির দল।
অকল্যান্ডে টস জিতে প্রথমে পাকিস্তানকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানায় কিউই ক্যাপটেন কেন উইলিয়ামসন। ব্যাট করতে নেমে হাফিজের ব্যাটে ভর করে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৭১ রান সংগ্রহ করে পাকিস্তান। দলের পক্ষে সর্বোচ্চ ৬১ রান করেন হাফিজ। এছাড়া, মালিক ২০, আকমল ২৪ এবং আফ্রিদি ২৩ রান করেন। নিউজিল্যান্ডের পক্ষে মিলনে ৪টি, স্যান্টনার ২টি উইকেট লাভ করেন। ১৭২ রানের জয়ের লক্ষ্যে খেলতে নেমে নির্ধারিত ২০ ওভারে ১৫৫ রানে অলআউট হয় ব্লাক ক্যাপসরা। দলের পক্ষে উইলিয়ামসন ৭০ এবং মুনরো ৫৬ রান করেন। পাকিস্তানের পক্ষে ওয়াহাব রিয়াজ ৩টি উইকেট লাভ করেন।