ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের কালীগঞ্জের মাহতাব উদ্দিন ডিগ্রি কলেজের অনার্স ১ম বর্ষের ছাত্রী দেবিকা ব্যানার্জীকে পিটিয়ে হত্যাকারী ঘাতক স্বামী প্রদীপ ত্রিবেদীর বিচারের দাবিতে গতকাল মঙ্গলবার সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল, মানবন্ধন ও সমাবেশ করেছেন কালীগঞ্জের মানুষ। এ সময় খুলনা-কুষ্টিয়া মড়াসড়কে প্রায় ২০ মিনিট যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। পরে হত্যাকারীর গ্রেফতার ও বিচারের দাবিতে কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন কালীগঞ্জ পৌরসভার মেয়র মোস্তাফিজুর রহমান বিজু, আওয়ামী লীগ নেতা মাসুদুর রহমান মন্টু, আশরাফুল আলম, শিবুপদ বিশ্বাস, আশরাফ উদ্দিন, অখিল চক্রবর্তী, মুক্তিযোদ্ধা মন্টু গোপাল প্রমুখ।
উল্লেখ্য, কালীগঞ্জ পৌরসভার কলেজপাড়া গ্রামের সুকুমার ব্যানার্জীর মেয়ে দেবিকা ব্যানার্জীর গত ১৩ ডিসেম্বর ২০১৫ তারিখে ফরিদপুর জেলার নগরকান্দা উপজেলার তালমা গ্রামের দিলিপ কুমার ত্রিবেদীর ছেলে প্রদীপ কুমার ত্রিবেদীর সাথে বিয়ে হয়। বিয়ে পর থেকেই দেবিকাকে শারীরিক ও মানুষিক নির্যাতন করে স্বামী প্রদীপ। গত ৭ জানুয়ারি দেবিকা তার মায়ের কাছে ফোন করে জানায়, তাকে নির্যাতন করছে স্বামী। এর কিছুণ পর তার মৃত্যুর খবর আসে। এ ঘটনায় থানায় মামলা করতে গেলে নগরকান্দা থানা পুলিশ মামলা নেয়নি বলে সুকুমার ব্যানার্জী অভিযোগ করেন।