জীবননগর মেদিনীপুর সীমান্তে পতাকা বৈঠক

জীবননগর ব্যুরো: বাংলাদেশ-ভারত উভয় দেশে অবৈধ অনুপ্রবেশ রোধ, নারী ও শিশু পাচার প্রতিরোধ, ভারত থেকে মাদকদ্রব্যের চালান আসা বন্ধ ও তারকাঁটা কাটা রোধসহ উভয় দেশের সীমান্ত রক্ষী বাহিনীর মধ্যে সুসম্পর্ক বজায় রাখতে জীবননগর সীমান্তে বিজিবি-বিএসএফ পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার উপজেলার মেদিনীপুর সীমান্তের হরিহরনগরে এ পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।
বিজিবি সূত্র জানায়, মেদিনীপুর সীমান্তের ৬২/৯ এস পিলারের সন্নিকটে সকাল ১০টা হতে ১০টা ৪০ মিনিট পর্যন্ত এ পতাকা বৈঠক চলে। ৪০ মিনিট স্থায়ী পতাকা বৈঠকে চুয়াডাঙ্গা-৬ ব্যাটালিয়ন বিজিবির পক্ষে মেদিনীপুর বিওপি কমান্ডার হাবিলদার রফিকুল ইসলাম নেতৃত্ব প্রদান করেন। অপরদিকে ভারতের কৃষ্ণনগর ১৭৩ বিএসএফ ব্যাটালিয়নের পক্ষে পুটিখালী ক্যাম্প কমান্ডার এসআই পুষিবাবু নেতৃত্ব প্রদান করেন। চুয়াডাঙ্গা-৬ ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লে. কর্নেল এসএম মনিরুজ্জামান বিজিবিএম বিজিবি-বিএসএফ পতাকা বৈঠক অনুষ্ঠিত হওয়ার খবর সাংবাদিকদের নিশ্চিত করেছেন।