স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয় শিশু-কিশোর প্রতিযোগিতায় চুয়াডাঙ্গা সদর উপজেলা ও জেলা পর্যায়ের তিন বিভাগে প্রথম স্থান অধিকার করার গৌরব অর্জন করেছে চুয়াডাঙ্গা ওল্ডজিএম সরকারি প্রাথমিক বিদালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ইয়াসা হাসান। গতকাল বৃহস্পতিবার জেলা পর্যায়ের প্রতিযোগিতা সম্পন্ন হয়। ইয়াসা কত্থক নৃত্য, ভরত নাট্যম নৃত্য ও উচ্চাঙ্গ সঙ্গীতে বিচারকদের বিচারে সবোর্চ্চ পয়েন্ট পেয়ে প্রথম স্থান দখল করে। প্রতিযোগিতা চুয়াডাঙ্গা জেলা প্রশাসক সায়মা ইউনুসের হাত থেকে চ্যাম্পিয়ন পুরস্কার গ্রহণ করে ইয়াসা। উল্লেখ ইয়াসা হাসান চুয়াডাঙ্গা পেপসি-কোলার সিও মনজুর হাসান ও গৃহিণী লুৎফুন্নেছার একমাত্র কন্যা। তার পিতা-মাতা জানান, শুধু সাংস্কৃতিক চর্চা নয় এবার দ্বিতীয় শ্রেণির বার্ষিক পরীক্ষায় ওল্ডজিএম স্কুলে প্রথম স্থান অধিকার করেছে ইয়াসা। সে সকলের দোয়াপ্রার্থী।