ডাকবাংলা প্রতিনিধি: লেবু ও রাজু ওরফে রাজন ঝিনাইদহের বঙ্কিরায় দেড়শ পিস ইয়াবাসহ পুলিশের হাতে ধরাপড়ার বিষয়টি গতকাল ছিলো চুয়াডাঙ্গার প্রধান আলোচ্য বিষয়। চুয়াডাঙ্গা মল্লিকপাড়ার লেবু ও রাজন গতপরশু সন্ধ্যায় আলমসাধুযোগে মারণনেশা ইয়াবা নিয়ে চুয়াডাঙ্গায় ফেরার পথে পুলিশের হাতে ধরা পড়ে।
গতকাল বুধবার মামলাসহ দুজনকে ঝিনাইদহ সদর থানায় হস্তান্তর করা হয়। এরপর শুরু হয় আদালতে সোপর্দ করার প্রক্রিয়া। ঝিনাইদহ সদর থানা পুলিশ বলেছে, ইয়াবা পাচার মামলায় তাকে আদালতে সোপর্দ করা হলেও অবৈধ অস্ত্রসহ অন্যান্য বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের প্রক্রিয়া করা হবে।
জানা গছে, চুয়াডাঙ্গা মল্লিকপাড়ার মহিরুদ্দীনের ছেলে লেবু ও মৃত গোলাপের ছেলে রাজু ওরফে রাজন ইয়াবাসহ বঙ্কিরা পুলিশের হাতে ধরা পড়লে যুবলীগ পরিচয়ে ছাড়া পাওয়ার চেষ্টা করে। এক পর্যায়ে বিষয়টি জানাজানি হলে শুরু হয় তদবির। গতকাল এ বিষয়ে প্রতিবেদন প্রকাশিত হলে প্রধান আলোচ্য বিষয় হয়ে দাঁড়ায়।