রোনালদোর জিদানকে ভয় পাওয়া উচিত!

রিয়াল মাদ্রিদের একচ্ছত্র রাজা বলে এতদিন পরিচিত ছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। তবে জিনেদিন জিদান কোচ হওয়ার পরে এখন সেই রাজার রাজত্বের অবসান হয়েছে এবং রোনালদোর এখন তাকে ভয় পাওয়া উচিত বলে বলে মনে করেন জিদানের সাবেক সতীর্থ সিরো ফেরেরা।
ফ্রান্সকে বিশ্বকাপ ও ইউরো জেতানো জিদান গত সপ্তাহে রাফা বেনিতেজের স্থলাভিষিক্ত হয়েছেন। তার কোচ হওয়ার পরে সাবেক রিয়াল কোচ ভান্দেরলেই লুক্সেমবার্গো বলেছেন, জিদান রোনালদোর সঙ্গে অহমের দ্বন্দ্বে লিপ্ত হতে পারেন। তবে জুভেন্টাসে জিদানের সঙ্গে খেলা ফেরেরা মনে করেন জিদান অনায়াসে রিয়াল মাদ্রিদের আপাতদৃষ্টিতে সংঘাতপূর্ণ ড্রেসিংরুমের নিয়ন্ত্রণ নিয়ে ফেলবেন। একটি ক্রীড়া বিষয়ক ওয়েবসাইট থেকে ফেরেরাকে প্রশ্ন করা হয় রোনালদোর সঙ্গে কাজ করতে ভয় পাবেন কী না জিদান। প্রশ্নের জবাবে ফেরেরা বলেন, আমি মনে করি রোনালদোই জিদানকে ভয় পাবে। এর বিপরীতটা হওয়ার সম্ভাবনা অনেক কম। জিদানের জন্য এটি নতুন ভূমিকা উল্লেখ করে তিনি বলেন, আমার মনে হয় সে ধীরে ধীরে স্কোয়াডের সবার বিশ্বাস অর্জন করে নেবে। যদিও আমার মনে হয় জিদানের মতো কিংবদন্তির হয়তো ইতোমধ্যে সেটা অর্জন হয়ে গেছে।