স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা সদরের ডিহি গ্রামে জমির সীমানা নিয়ে বিরোধের জের ধরে জসিম উদ্দীন নামের এক বৃদ্ধাসহ দুজনকে সাবল দিয়ে পিটিয়ে রক্তাক্ত জখম করেছে প্রতিপক্ষ ফয়েজ গং। অভিযোগে জানা গেছে, বাড়ির সীমানা নিয়ে দীর্ঘদিন থেকে চুয়াডাঙ্গা সদর উপজেলার বেগমপুর ইউনিয়নের ডিহি ফার্মাপাড়ার জসিম উদ্দীন ও ফয়েজ উদ্দীনের মধ্যে বিরোধ চলে আসছে। শুক্রবার দুপুর ২টার দিকে জসিম উদ্দীনের ছেলে সোলেমান বাড়ির সীমানায় বেড়া দিতে গেলে প্রতিপক্ষ হাকিম মোল্লার ছেলে ফয়েজ উদ্দীন, ছেলে হাফিজুল ইসলাম, কবিরসহ ৫/৬ জন লাঠিসোঁটা এবং শাবল দিয়ে পিটিয়ে রক্তাক্ত জখম করে বৃদ্ধ জসিম উদ্দীন (৭০) ও তার ছেলে সোলেমানকে (৩০)। আহতদের উর্দ্ধার করে নেয়া হয় চুয়াডাঙ্গা সদর হাসপাতালে। এদের মধ্যে জসিমের অবস্থা আশঙ্কা জনক বলে জানা গেছে। এ ঘটনায় সোলেমান বাদী হয়ে ফয়েজ উদ্দীন, ছেলে হাফিজুল ইসলাম, কবিরসহ ৫ জনের বিরুদ্ধে চুয়াডাঙ্গা সদর থানায় মামলা দায়ের করেছেন। এদিকে অভিযুক্তদের দৃষ্টান্তমূলোক শাস্তির দাবি তুলেছে গ্রামবাসী।