দেশের টুকিটাকি : সংসদ অধিবেশন শুরু ২০ জানুয়ারি

সংসদ অধিবেশন শুরু ২০ জানুয়ারি
স্টাফ রিপোর্টার: দশম জাতীয় সংসদের নবম (শীতকালীন) অধিবেশন বসছে ২০ জানুয়ারি। এ দিন বিকেল সাড়ে ৪টায় চলতি বছরের প্রথম অধিবেশন শুরু হবে। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে গত সোমবার এ অধিবেশন আহ্বান করেন। গতকাল সোমবার বিকেলে সংসদ সচিবালয়ের জনসংযোগ বিভাগের পরিচালক আব্দুল্লাহ শিবলী সাদিক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। এর আগে ২৩ নভেম্বর দশম জাতীয় সংসদের ৮ম অধিবেশন শেষ হয়। ১২ কার্যদিবসে শেষ হয় সেই অধিবেশন। ৮ম অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৪৪টি প্রশ্নের উত্তর দেন। প্রশ্ন জমা হয়েছিলো ১২৬টি। এছাড়া বিভিন্ন মন্ত্রণালয় সংক্রান্ত ২ হাজার ৫৯৫টি প্রশ্নের মধ্যে ১ হাজার ৭৪৯টি প্রশ্নের জবাব দেন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীরা। বাকিগুলো পঠিত হিসেবে গণ্য হয়। ৮ম অধিবেশনে মোট ২৭টি বিল উত্থাপিত হয়। এরমধ্যে ১০টি বিল পাস হয়। এছাড়া এ অধিবেশনে কার্যপ্রণালী বিধির ৭১ বিধিতে ৪২১টি নোটিস পাওয়া যায়। এরমধ্যে ১৮টি নোটিশ গৃহীত হয়। ৭১ (ক) বিধিতে আলোচিত ১০৫টি নোটিসের ওপর ২ মিনিটের আলোচনা করেছেন নোটিস প্রদানকারী এমপিরা। ১৪৭ বিধিতে একটি নোটিসের ওপর আলোচনা অনুষ্ঠিত হয় এবং এটি সংসদে সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। দশম সংসদের পথচলা শুরু হয় গত ২৯ জানুয়ারি। এ সংসদেই প্রথমবারের মতো বিরোধী দলের আসনে বসে জাতীয় পার্টি।

৩৬তম বিসিএসের আসন বিন্যাস ও সময়সূচি প্রকাশ
স্টাফ রিপোর্টার: ৩৬তম বিসিএসের আসন বিন্যাস ও সময়সূচি প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। আগামী ৮ জানুয়ারি শুক্রবার সকাল সাড়ে ৯টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত ৩৬তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হবে। গতকাল সোমবার সন্ধ্যায় পিএসসির ওয়েবসাইটে আসন বিন্যাস, সময়সূচি ও নির্দেশনাবলী প্রকাশ করা হয়েছে। এবারের পরীক্ষায় সব ধরনের ক্যালকুলেটর, ইলেকট্রনিক যন্ত্রের সাথে পরীক্ষার হলে ঘড়ি ব্যবহারও নিষিদ্ধ করেছে কমিশন। পরীক্ষার হলে প্রয়োজনীয় সংখ্যক দেয়াল ঘড়ির ব্যবস্থা করা হবে বলে পিএসসির বিজ্ঞপ্তিতে জানানো হয়। আর ৩৬তম বিসিএস পরীক্ষা ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট ও রংপুর বিভাগীয় শহরে ১৬২ কেন্দ্রে ২ লাখ ১১ হাজার ৩২৬ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেবেন। এরমধ্যে ঢাকায় ১০৭টি ও ঢাকার বাইরে ৫৫ কেন্দ্রে প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হবে। বিভিন্ন ক্যাডারে ২১৮০ জনকে নিয়োগ দিয়ে গত বছরের ৩১ মে ৩৬তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি।

আল্লাহ মাকে তুমি মৃত্যু উপহার দাও
স্টাফ রিপোর্টার: চিত্রনায়িকা দিতির কষ্ট আর সহ্য করতে পারছেন না মেয়ে লামিয়া। তাই তো মহান সৃষ্টিকর্তার কাছে মায়ের মৃত্যু উপহার চাইলেন তিনি। গতকাল সোমবার সন্ধ্যায় তার ফেসবুকে এ সংক্রান্ত একটি লেখা পোস্ট করেন লামিয়া।
সেখানে লামিয়া লেখেন, মা মারা যাচ্ছেন। আমাকে তার সম্পর্কে কিছু জিজ্ঞাসা করবেন না। মা সেরে উঠবেন এমন মিথ্যা সান্ত্বনা দিবেন না। তার জন্য চিকিৎসকদের কিছুই করার নেই। তিনি আরও লেখেন, আমি তার সুস্থতার জন্য আর দোয়া করবো না। আপনারা যদি তার জন্য দোয়া করেন তাহলে আল্লাহর কাছে বলুন- তিনি যেন দ্রুত তাকে মৃত্যু উপহার দেন। লামিয়া বলেন, যদি আল্লাহ তার প্রতি দয়ালু হন তাহলে আমার মার দুর্ভোগ লাঘব করবেন। আল্লাহ তুমি আমার মায়ের মৃত্যু দাও। তোমার ওপর তার বিশ্বাস রয়েছে। উনি আমাদেরকে চিনতে না পারলেও তোমাকে ঠিকই মনে করছেন। আল্লাহ তুমি সঠিক কাজটি করো।

Leave a comment