দর্শনা অফিস/দামুড়হুদা প্রতিনিধি: চুয়াডাঙ্গার দামুড়হুদা সীমান্ত থেকে প্রায় আড়াই কেজি ওজনের সোনার বারসহ দু সোনা চোরাচালানীকে আটক করেছে বিজিবি। আটককৃতরা হলো- দামুড়হুদা উপজেলার নাস্তিপুর গ্রামের মৃত ইমদাদুল হক ইদুর ছেলে কওছার আলী (৩৭) ও সামছুর রহমানের ছেলে আনিছুর রহমান (৩৪)। গতকাল সোমবার সকাল ৯দিকে উপজেলার নাস্তিপুর পাকা রাস্তার ওপর থেকে তাদেরকে আটক করা হয়।
চুয়াডাঙ্গা-৬ বিজিবির অধিনায়ক লে. কর্ণেল এসএম মনিরুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল সোমবার সকাল ৯ টার দিকে চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার বাড়াদী বিওপি ক্যাম্পের কমান্ডার নজরুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে দামুড়হুদার সীমান্তবর্তী ঝাঝাডাঙ্গা গ্রামে চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করেন। এ সময় বিজিবি সদস্যরা ভারত অভিমুখে রওনা হওয়া একটি মোটরসাইকেলের গতিরোধ করেন এবং ওই মোটরসাইকেলে থাকা দু আরোহী কওছার ও আনিছুরের দেহ তল্লাশি করে ২ কেজি ওজনের দুটি মোবাইলফোন আকৃতির সোনার বার এবং ৪শ গ্রাম ওজনের ৪টি সোনার বিস্কুট উদ্ধার করেন। যার আনুমানিক বাজার মূল্য ১ কোটি ৪৬ লাখ টাকা বলে বিজিবি জানিয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন, চুয়াডাঙ্গা-৬ বর্ডার গার্ডের উপ-পরিচালক মেজর আনোয়ার জাহিদ। আটককৃতরা নিজেদের বহনকারী দাবি করে বলেছে, এ সোনা কুষ্টিয়ার জমশের তাদের কাছে দিয়ে যায়। সোনার এ চালান ভারতের গেদে হালদারপাড়ার পরি’র কাছে পৌঁছুতে পারলেই তারা মোটা অঙ্কের টাকা হাজিরা পেতো। গতকাল দুপুরে আটক ওই দু সোনা চোরাচালানীর বিরুদ্ধে বিজিবির বাড়াদী ক্যাম্পের কমান্ডার নজরুল ইসলাম বাদী হয়ে মামলাসহ দামুড়হুদা মডেল থানায় সোপর্দ করেছেন।