গাংনীতে ইয়াবা-গুলিসহ র্যা বের হাতে একজন আটক

গাংনী প্রতিনিধি: মেহেরপুর গাংনী বাসস্ট্যান্ড থেকে গতকাল রোববার সন্ধ্যায় আহাদুল ইসলাম (৩২) নামের একজনকে আটক করেছে র্যা ব। তার মোটরসাইকেল থেকে ১০পিস ইয়াবা, একটি বন্দুকের গুলি ও ৪ পুরিয়া গাঁজা উদ্ধার করা হয়েছে বলে জানায় র্যা ব। অভিযানের পর এক প্রেসবিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন র্যা ব-৬ গাংনী ক্যাম্প কমান্ডার এএসপি রমজান আলী। প্রেসবিজ্ঞপ্তিতে আহাদুলকে মাদক ও অস্ত্রব্যবসায়ী বলে দাবি করেছে র্যা ব। আহাদুল ইসলাম গাংনী পৌরসভাধীন পশ্চিম মালশাদহের আনিছুর রহমানের ছেলে।
র্যা ব-৬ গাংনী ক্যাম্পসূত্রে জানা গেছে, বাসস্ট্যান্ড এলাকায় র্যা বের একটি দল অভিযান চালিয়ে আহাদুল ইসলামের গতিরোধ করে। এ সময় তার ব্যবহৃত একটি পালসার মোটরসাইকেলসহ মাদক ও গুলি উদ্ধার করা হয়। তার নামে গাংনী থানায় মামলা দায়ের পূর্বক সোপর্দ করেছে র্যা ব।
তবে আটকের সময় আহাদুল ইসলাম নিজেকে নির্দোষ দাবি করে জানায়, করমদি গ্রামের এক ব্যক্তির সাথে তার শত্রুতার জের ধরে তাকে ফাঁসানো হয়েছে। ষড়যন্ত্রের বিষয়ে বেশ কিছুদিন আগে সে গাংনী থানায় একটি জিডি করেছিলেন।

Leave a comment