বাংলাদেশ ডিপ্লোমা মেডিকেল অ্যাসোসিয়েশন চুয়াডাঙ্গা জেলা শাখার যৌথসভা ও কাউন্সিল

বাংলাদেশ ডিপ্লোমা মেডিকেল অ্যাসোসিয়েশন চুয়াডাঙ্গা জেলা শাখার যৌথসভা ও কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে অনুষ্ঠিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ডা. মঞ্জুরুল ইসলাম বেলু। প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজাদুল ইসলাম আজাদ। বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মুন্সি আলমগীর হান্নান ও সংগঠনের আইন উপদেষ্টা অ্যাড. সেলিম উদ্দীন খান। অনুষ্ঠানে নতুন কমিটি গঠনের উদ্দেশে অ্যাড. সেলিম উদ্দীন খানকে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে মনোনীত করে তিন সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশন গঠন করা হয়। আর ২ জন উপদেষ্টা অ্যাড. এসএম মনোয়ার হোসেন ও এ্যাড. আকসিজুল ইসলাম রতন। ৩ সদস্য বিশিষ্ট কমিটি ৩ মাসের মধ্যে নির্বাচন সম্পন্ন করবে। অনুষ্ঠানে বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা জেলা শাখার সহসভাপতি ডা. রওশন আমীন রতন, সম্পাদক ডা. এমএইচ রশীদ পলাশ, সমাজ কল্যাণ সম্পাদক ডা. রাশেদ আহম্মেদ, দামুড়হুদা উপজেলার সভাপতি ডা. শামীম আহম্মেদ, সম্পাদক ডা. শহিদুল ইসলাম, চুয়াডাঙ্গা সদর উপজেলার সভাপতি ডা. শফিকুর রহমান, আলমডাঙ্গা উপজেলার সভাপতি ডা. শেখ ওবাইদুল্লাহ সম্পাদক ডা. গোলাম জাকারিয়া, ডা. এসএম আতাউর রহমান রতন ও ডা. আনিছুর রহমান টিপন। শেষে ডা. এমএইচ রশীদ পলাশকে আহ্বায়ক ও ডা. শফিকুর রহমানকে যুগ্ম আহ্বায়ক করে সংগঠনের সদস্যদের কল্যাণে ‍‍‌ইনিস্টিটিউট অব ডিপ্লোমা ডক্টরস চুয়াডাঙ্গা নামে কল্যাণ ফান্ড গঠন করা হয়। কল্যাণ ফান্ডের সদস্যরা হলেন ডা. আনিসুর রহমান টিপন, ডা. রাশেদুজ্জামান রিপন, ডা. মাসুম বিল্লাহ, ডা. গোলাম জাকারিয়া, ডা. সেলিম রেজা, ডা. এমডি শামসুর রহমান অনিক ও ডা. রাশিদুল হাসান।