মেহেরপুরে বাল্যবিয়ে : কনের মা ও বরের কারদণ্ড

মেহেরপুর অফিস: মেহেরপুরে বাল্যবিয়ের অপরাধে কনের মা সুফিয়া বেগমকে ৭দিন এবং বর আব্দুল সালামকে ১৫দিন কারাদণ্ড দেয়া হয়েছে। একই সাথে স্থানীয় কাজি অফিসের কাজি এবং তার সহকারী পালিয়ে গেলে ওই অফিসের সকল রেজিস্ট্রার বহি জব্দ করেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যারাতে মেহেরপুরের সহকারী কমিশনার (ভূমি) ও আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহীনুজ্জামান এ অভিযান পরিচালনা করেণ।
ভ্রাম্যমাণ আদালতসূত্রে জানা গেছে, মাসখানেক আগে মেহেরপুর শহরের শেখপাড়ার শফিকুল ইসলামের ছেলে আব্দুল সালামের সাথে খানপাড়ার সামিরুল ইসলামের মেয়ে মেহেরপুর সরকারি বালিকা বিদ্যালয়ের ১০ম শ্রেণির ছাত্রী কনিকা খাতুনের (১৬) সাথে রেজিস্ট্রির মাধ্যমে বিয়ে সম্পন্ন হয়। আজ শুক্রবার কনের বাড়িতে অনুষ্ঠানের মাধ্যমে কনেকে শ্বশুর বাড়িতে নেয়ার আয়োজন চলছিলো। এমন খবর পেয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় সহকারী কমিশনার (ভূমি) মো. শাহীনুজ্জামানের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের একটি দল কনের বাড়ি এবং বরের বাড়িতে অভিযান চালায়। এ সময় কনের মা সুফিয়া বেগম এবং বর আব্দুস সালামকে আটক করে বাল্যবিয়ে নিরোধ আইন মোতাবেক সুফিয়া বেগমের ৭দিন এবং আব্দুল সালামের ১৫দিন কারাদণ্ডাদেশ দেন। এরপর ওই বিয়ে রেজিস্ট্রি করার অপরাধে শহরে কাথুলী সড়কের বেড়পাড়ায় কাজি অফিসে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালতের টিম। আগে থেকেই কাজি পিয়ারুল ইসলাম ও তার সহকারী মসলেম উদ্দিন পালিয়ে গেলে ওই অফিসের রেজিস্ট্রি বহি জব্দ করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক।