চুয়াডাঙ্গা সদর উপজেলা জাতীয় আন্তঃস্কুল শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ সম্পন্ন

ক্রীড়া প্রতিবেদক: চুয়াডাঙ্গা সদর উপজেলা ৪৫তম জাতীয় আন্তঃস্কুল-মাদরাসা শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ সম্পন্ন হয়েছে। ৪ দিনব্যাপী অনুষ্ঠিত এ প্রতিযোগিতার গতকাল ছিলো সমাপনি দিন। গতকাল বৃহস্প্রতিবার সমাপনি দিনে দিনব্যাপী চলে অ্যাথলেটিক্স প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্ট। ইভেন্টগুলোর প্রতিযোগিতা শেষে বিকেল ৩টায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতার আহ্বায়ক চুয়াডাঙ্গা সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আ. মতিনের সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথী ছিলেন চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কেএম মামুন উজ্জামান।
প্রধান অতিথি বলেন, লেখাপড়ার পাশাপাশি শরীর মনকে চাঙ্গা রাখতে হলে খেলাধুলার কোনো বিকল্প নেই। নিয়মিতো খেলাধুলা স্বাস্থ্যের জন্য যেমন উপকার করে তেমনি একজন ভালো খেলোয়াড় বহির্বিশ্বে নিজের ও নিজ দেশের সুনাম বৃদ্ধি করে। তিনি বক্তব্য শেষে বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। বালক-বালিকাদের ক্রিকেট, ভলিবল, বালিকাদের ব্যাডমিন্টন ও অ্যাথলেটিক্সসহ ৩৩টি দলীয় ও একক ইভেন্টের প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ সম্পন্ন হয়। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সদর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে প্রধানগণ ও ক্রীড়া শিক্ষকগণ উপস্থিত ছিলেন। পুরস্কার বিতরণ অনুষ্ঠানটি উপস্থাপনা সদর উপজেলা একাডেমিক কর্মকর্তা সোহেল আহম্মেদ।